টুঙ্গিপাড়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

0
267

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের সাধারন জনগনকে বিনামূল্যে স্বাস্থ সেবা দিতে মেডিসিন ও গাইনী বিষয়ক স্বাস্থ ক্যাম্প করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টা থেকে ৩ টা পর্যন্ত উপজেলার কুশলী ইউনিয়ন স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বাস্তবায়নে ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পে সাধারন রোগ থেকে শুর” করে গর্ভবতী মায়েদের গর্ভকালীন সেবা, মা ও নবজাতকের সেবা, পরিবার পরিকল্পনা সেবা ও পরামর্শ, মেয়েদের স্বাস্থসেবা সম্পর্কে সম্পূর্ন বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্তকর্তা পলাশ কুমার বিশ্বাস, মেডিকেল অফিসার( এম.সি.এইচ.এফ.পি) ডাঃ মেহের”ন্নেছা, রিক এর কুশলী ইউনিয়ন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মাহাবুব উদ্দিন সহ ইউনিয়ন স্বাস্থ সহকারীগন উপস্থিত ছিলেন।