টুঙ্গিপাড়ায় জেল হত্যা দিবস উপলক্ষে শোকসভা

0
344

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় চার নেতাকে স্বরন করে আজ রবিবার সকাল ১০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন।
এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইলিয়াস হোসেন, সহ-সভাপতি সোলায়মান বিশ্বাস, শেখ জাহাঙ্গীর হোসেন, শেখ শুকুর আহমেদ, সম্পাদক শেখ আবুল বশার খায়ের, শেখ সাইফুল ইসলাম, এমদাদুল হক বিশ্বাস, প্রচার সম্পাদক আব্দুস সামাদ বিশ্বাস, দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, কৃষকলীগ সম্পাদক আসলাম সরদার, ছাত্রলীগ সভাপতি রেজাউল হক বিশ্বাস, সম্পাদক শেখ বাবুল হোসেন (খোকন), পৌর ছাত্রলীগ সভাপতি নুরুল ইসলাম সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধু সমাধিসৌধের পাবলিক প্লাজার ক্যান্টিনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।