টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নিজেকে প্রমাণ করতে চান জো রুট

0
244

খুলনাটাইমস স্পোর্টস: ওয়ানডেতে দলের নিয়মিত সদস্য তিনি, টেস্ট দলের অধিনায়ক। কিন্তু ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে সুযোগ মিলছে না সেভাবে। তবুও চোখে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বপ্ন। ভারতে অনুষ্ঠেয় টুর্নামেন্টে খেলতে সাধ্যের সবটুকু দিয়ে নিজেকে প্রমাণ করতে চান জো রুট। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ হওয়া ইংল্যান্ডের সর্বোচ্চ রান ছিল রুটের। ৬ ম্যাচে দুই ফিফটিতে করেছিলেন টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ২৪৯ রান। গ্রæপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২২৯ রান তাড়ায় রুটের ৪৪ বলে ৮৩ রানের ইনিংস গড়ে দিয়েছিল ব্যবধান। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন ৫৪ রান। পরে ব্যাটিং ব্যর্থতায় জায়গা হারান। ২০১২ সালে এই সংস্করণে অভিষেক হওয়া রুট এখন পর্যন্ত খেলেছেন কেবল ৩২টি ম্যাচ। যার সবশেষটি খেলেছেন গত বছরের মে মাসে। এই সংস্করণে ইংল্যান্ডের বর্তমান দলটির শক্তি-সামর্থ্য ভালো করেই জানেন রুট। জানেন জায়গা পাওয়ার লড়াই কতটা তীব্র। তবে নির্বাচকদের দুয়ারে আবারও কড়া নাড়তে নিজেকে প্রস্তুত করতে চান তিনি। সে লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই যোগ দিয়েছেন ইয়র্কশায়ারে, ভাইটালিটি বøাস্ট খেলতে। কিন্তু বৃষ্টি বাধায় বৃহস্পতিবার খেলতে পারেননি ম্যাচটি। কিছুটা হতাশ হলেও ক্লাবটির ওয়েবসাইটে ইংলিশ ব্যাটসম্যান জানান, নিজেকে প্রমাণ করে দলে ফেরার স্বপ্ন এখনই ছেড়ে দিচ্ছেন না তিনি। “আমি মোটেও হাল ছাড়ছি না, তবে এই মুহূর্তে আমার অবস্থান সম্পর্কে আমি কিছুটা বাস্তববাদী। আমি চাই ইংল্যান্ড ভালো করুক। আমাদের দল বিশ্বকাপে যাক এবং জিতে আসুক এটা আমার চাওয়া।” “আমি যদি সেরা একাদশ কিংবা দলে না থাকি, তাতেও সমস্যা নেই। যাকে নেওয়া হবে, তাকেই আমি সমর্থন করব। আমি জানি, দল নির্বাচন কতটা কঠিন। আমার থেকে যদি ভালো কেউ থাকে, তাহলে তাকেই নেওয়া উচিত এবং এটা আন্তর্জাতিক খেলার অংশ। এ সম্পর্কে আমি সম্পূর্ণ অবগত। তবে সীমিত সুযোগগুলি দিয়ে ওই জায়গায় জন্য নিশ্চিতভাবে আমি সবকিছু করব।” ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত মাত্র ১১টি টি-টোয়েন্টি খেলার সুযোগ পেয়েছেন রুট। হতাশ হলেও এর জন্য কাউকে দোষ দিতে রাজি নন তিনি। তার নজর শুধু নিজেকে নতুন করে প্রমাণ করায়। “গত দুই বছরে আমি খুব বেশি টি-টোয়েন্টি খেলার সুযোগ পাইনি। এটা কিছুটা হতাশার, তবে এটা কারো দোষ নয়ৃএমনটা ক্রিকেটে হয়। কিছু ম্যাচ খেলার সুযোগ পাওয়া, চেষ্টা করা এবং দলে জায়গা ফিরে পাওয়ার জন্য জোর দাবি তোলা হবে দারুণ ব্যাপার।”