টিকা নেয়ার পর করোনায় আক্রান্ত ২৪০ ইসরায়েলি

0
157

খুলনা টাইমস :

ইসরায়েলে ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাস টিকা নেয়ার পরও দুই শতাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছে। ¯’ানীয় চ্যানেল থার্টিন নিউজ জানিয়েছে, টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছে ২৪০ জন। খবর রাশিয়া টুডের। যুক্তরাজ্য বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজারের টিকা অনুমোদন ও প্রয়োগ শুরু করার পর যুক্তরাষ্ট্র, কানাডা, সৌদি আরবসহ বিশ্বের বহু দেশে অনুমোদন দেয়া হয় এই টিকা। কিš‘ এই টিকা নেয়ার পরই আক্রান্ত হওয়ার খবর পাওয়া যা”েছ। আসলে ফাইজারের টিকায় করোনাভাইরাস নেই এবং টিকা নেয়া ব্যক্তিকে আক্রান্ত করে না। কিš‘ এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ব্যব¯’াকে সতর্ক করতে এবং আক্রমণ ঠেকাতে টিকাটির ভেতর থাকা জেনেটিক কোডের একটা নির্দিষ্ট সময় প্রয়োজন হয়। মার্কিন ও জার্মান দুটি সং¯’া তৈরি এই টিকাটি করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দুই ডোজ দরকার হয়। গবেষণায় বলা হয়েছে, টিকার প্রথম ডোজ নেয়ার ৮-১০ দিন পর প্রতিরোধ ব্যব¯’া গড়ে উঠতে শুরু করে, ৫০ শতাংশ পর্যন্ত পৌঁছায়। তবে প্রথম ডোজ নেয়ার ২১ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হয়। এরপরই করোনার বিরুদ্ধে ৯৫ শতাংশ পর্যন্ত প্রতিরোধ গড়ে তোলে এই টিকা। যদিও টিকার দুই ডোজ নেয়ার পরই আক্রান্ত হওয়ার ৫ শতাংশ সুযোগ থেকেই যা”েছ। ইসরায়েলি গণমাধ্যমটি বলছে, এজন্যই টিকার প্রথম ডোজ নেয়ার পর মানুষজনকে সতর্ক থাকতে হবে। ইসরায়েল ইতোমধ্যেই দেশটির ১০ লাখ মানুষকে ফাইজারের টিকা দিয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ১২ শতাংশ।