জেলেশূন্য মেঘনা, আড়তে সুনসান নীরবতা

0
212

টাইমস ডেস্ক:
ইলিশ প্রজনন রক্ষায় পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ। তাই চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী এখন জেলেশূন্য। প্রায় ৯০ কিলোমিটার অভয়াশ্রম এলাকা বর্তমানে টাস্কফোর্সের নজরদারিতে। মঙ্গলবার দিনগত রাত ১১টা পর্যন্ত চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ছিল ক্রেতা-বিক্রেতাদের ভিড়। এখন সেই ব্যস্ততম আড়ত একেবারেই ফাঁকা। গতকাল বুধবার সকাল ১০টায় শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় গিয়ে দেখা গেছে পদ্মা-মেঘনা নদীতে কোনো জেলে নেই। বিশাল নদী এলাকায় শুধু নদী পার হওয়ার ট্রলার ও কিছু লাইটার জাহাজ চলছে। মঙ্গলবার দিনগত রাত ১২টার পর থেকেই চাঁদপুর সদর, মতলব উত্তর ও হাইমচর উপজেলায় মেঘনা নদীতে অভিযান অব্যাহত রেখেছে টাস্কফোর্স। দিনে ও রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার নেতৃত্বে আলাদা টিম নদীতে টহলে দেবে। শহরের যমুনা রোড টিলাবাড়ী এলাকার জেলে রশিদ ও সাব্বির বলেন, ‘মা ইলিশের অভিযানের কারণে আমরা মঙ্গলবারই নৌকা ডাঙায় উঠিয়ে রেখেছি। আগামী ২২ দিন মাছ ধরা থেকে বিরত থাকবো। ’ চাঁদপুর মাছঘাটের ব্যবসায়ী শামছুল আলম বলেন, ‘গত ২ মাস আমরা প্রচুর পরিমাণে ইলিশ বিক্রি করেছি। এখন ইলিশ প্রজননের কারণে আমাদের মাছ কেনা-বেচা সম্পূর্ণ বন্ধ রয়েছে। পুরো আড়তই ফাঁকা। এ সময় সবাই অলস সময় পার করবে। ’ চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকি বলেন, ‘ইলিশের নিরাপদ প্রজননের জন্য জেলা টাস্কফোর্স খুব কঠোর অব¯’ানে আছে। কোনো অব¯’াতেই কোনো জেলেকে নদীতে নামতে দেওয়া হবে না। আমাদের টাস্কফোর্সের টিম সার্বক্ষণিক নদীতে থাকবে। ’