জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

0
167

তথ্য বিবরণী:
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির ফেব্রæয়ারি মাসের সভা রবিবার সকালে অনলাইনে জুম প্রযুক্তিতে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ থেকে অনুষ্ঠিত হয়। খুলনা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন এতে সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান সভার শুরুতে বিগত মাসে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন। সভায় জানানো হয় খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত জানুয়ারি মাসে ১৬১ টি মামলা দায়ের করা হয়েছে যার সংখ্যা বিগত ডিসেম্বর মাসে দায়ের হওয়া মামলা থেকে ১৩ টি বেশি। খুলনা মহানগরী অধিক্ষেত্রে জানুয়ারি মাসের ১৪৪ টি মামলা হয়েছে যা বিগত ডিসেম্বর হতে ১৩ টি বেশি। সভায় সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, খুলনায় করোনা টিকাদান চলমান আছে। জেলায় গতকাল পর্যন্ত ২০ হাজার ৬শত ৯৯ জনকে টিকা প্রদান করা হয়েছে। টিকা গ্রহণের ফলে এ জেলায় কারও কোন পাশর্^প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
সভাপতির বক্তৃতায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন বলেন, সঠিক সময়ে টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে ভ্যাকসিন গ্রহণ করতে সকলকে উৎসাহিত করতে হবে। একই সাথে মাস্ক ব্যবহার নিশ্চিতে সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা অব্যাহত রাখা প্রয়োজন। অনাকাঙ্খিত সড়ক দূর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা অনলাইনে যুক্ত হন।