জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশ কমিশনারের কাছে আর্জি রায়েরমহল নিবাসী আহম্মাদুজ্জামান’র

0
380

নিজস্ব প্রতিবেদক: জীবনের নিরাপত্তা চেয়ে খুলনা জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে পৃথক দুটি আবেদন করেছেন নগরীর রায়েরমহল উত্তর পাড়ার বাসিন্দা মৃত আব্দুর রহমান খানের পুত্র আহম্মাদুজ্জামান খান। সোমবার (২২ অক্টোবর) কেএমপি ও রবিবার (২১ অক্টোবর) ডিসি কার্যালয়ে তিনি এই দুটি আবেদন করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, গত ১৭ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি ফেরার পথে মোস্তর মোড়স্থ বিশ^রোডের পশ্চিম পাশের্^ কতিপয় সন্ত্রাসী তার গতিরোধ করে। এসময় রায়েরমহল নিবাসী মৃত শেখ ইমরানের পুত্র শেখ শহিদুল ইসলাম সান্টু (৫০) ও তার ছেলে শেখ শাকিল (৩০) এবং মৃত আকাম শেখের পুত্র মনিরুল শেখ ফাটু প্রমুখ সন্ত্রাসীরা তাকে ঘিরে ফেলে এবং রশি দিয়ে হাত পা বাঁধার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে দৌড়ে পালাতে সক্ষম হন আহম্মাদুজ্জান। তবে এসময় জনৈক শফিকুল ইসলাম হুঙ্কার ছেঁড়ে বলতে থাকে আজ বেঁচে গেলি, এরপর জমিতে এলে তোর লাশ পড়বে, দেখি তোর কোন বাপ ঠেকায়।আবেদনে আরও উল্লেখ করা হয়, ইতোপূর্বে জমি সংক্রান্ত বিরোধের কারণে নানা সময়ে তাকে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। এনিয়ে ২০১৭ সালের ২৪ মে পুলিশ কমিশনারের কাছে এবং ৮ আগস্ট কেএমপি’র আড়ংঘাটা থানায় অনুরুপ অভিযোগ প্রদান করা হয়। তিনি তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার আর্জি রাখেন।