জানুয়ারি মাসে খুলনা থানার উদ্ধার ও গ্রেফতার

0
45

নিজস্ব প্রতিবেদক
নগরীর বিভিন্ন এলাকয় অভিযান চালিয়ে খুলনা থানা পুলিশ গত জানুয়ারি মাসে দেশি-বিদেশী অস্ত্র, বিভিন্ন প্রকারের মাদক, মটর সাইকেল, তথ্য প্রযুক্তির মাধ্যমে নগদ টাকা উদ্ধার, পলাতক আসামী গ্রেফতারসহ বিভিন্ন অপরাধীদের কে গ্রেফতার করেছে পুলিশ।
থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষনিক অভিযান অব্যহত আছে। যার কারনে খুলনা থানা এলাকায় কোন রাজনৈতিক সহিংসতার মত ঘটনা ঘটে নাই। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
১) অস্ত্র উদ্ধারঃ রামদা ১১ টি, চাপাতি ১ টি, ছোরা ৩ টি, বল্লম ২টি, চাইনিজ কুড়াল ১টি। ২) মাদক উদ্ধারঃ ইয়াবা ট্যাবলেট-৮৩৫ পিস, গাঁজা-৩ কেজি ৪৩০ গ্রাম, হেরোইন-১১ গ্রাম, ফেন্সিডিল ১৪ বোতল, বিদেশী মদ ১ লিটার, মাদক বিক্রয়লব্দ নগদ ২৩,৯৭০ টাকা । ৩) অন্যান্য উদ্ধারঃ ৫ টি মোটর সাইকেল, ৪ টি ব্যাটারি চালিত ইজিবাইক, ১ টি চোরাই বাই সাইকেল, বিকাশের হ্যাক হওয়া নগদ ২২,০০০/- টাকা। ৪) গ্রেফতারী পরোয়ানা তামিলঃ জিআর-২৫, সিআর-৮০, সাজা-৩২, সর্বমোট-১৩৭।
৫) কেএমপি অধ্যাদেশ ও নন এফআইআর প্রসিকিউশনঃ কেএমপি অধ্যাদেশ ও নন এফআইআর প্রসিকিউশনঃ ৩৫ ঘটনায় ৮৬ জন ব্যক্তির বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়েছে। ৬) মাদক মামলা-২৯, গ্রেফতার-৩২ জন। ৭) থানায় সর্বমোট ৪৭ টি মামলা রুজু করে-৬২ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।