জানভির সিদ্ধান্তে খুশি ছিলেন না শ্রীদেবী

0
445

বিনোদন ডেস্ক :
অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুর দম্পতির বড় মেয়ে জানভি কাপুর। ধড়ক সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। কয়েকদিন বাদেই মুক্তি পাবে সিনেমাটি।

এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন জানভি কাপুর। এতে ধড়ক সিনেমা, তার অভিনয়ে আসাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি। জানভি জানিয়েছেন, তার অভিনয়ে আসার সিদ্ধান্তে খুব বেশি খুশি ছিলেন না শ্রীদেবী।

অভিনেত্রী হওয়ার বিষয়টি প্রথম কখন মাথায় আসে? সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে জানভি বলেন, ‘যখন ছোট ছিলাম নিজে নিজে গল্প বানাতাম এবং চরিত্রগুলোতে অভিনয় করতাম। মনে আছে স্কুলে আমি কৌতুক করতাম। আমার জীবনে সিনেমার অনেক প্রভাব ছিল। সিনেমার প্রতি আমার সবসময় ভালোবাসা কাজ করত। এছাড়া লেখালেখি ও ইতিহাস চর্চার বিষয়টিও আমার ভালো লাগত। আমি সবগুলোর কোর্স করতে চেয়েছিলাম কিন্তু যখন অভিনয় কোর্স শুরু করলাম বুঝতে পারলাম, এটির প্রতিই আমার ভালোবাসা বেশি।’

শ্রীদেবীকেই প্রথম অভিনেত্রী হওয়ার ইচ্ছাটি জানিয়েছিলেন জানভি। তবে তিনি খুশি হননি। জানভি বলেন, “আমি মাকে প্রথম বিষয়টি জানাই। তিনি বলেছিলেন, ‘তোমার সিদ্ধান্তটি পুনরায় ভেবে দেখ।’ তিনি সবসময় মনে করতেন আমি খুব সহজসরল। বাবা-মা সবসময় আমার ব্যাপারে খুবই যতœশীল। তারা ভাবতেন, সিনেমা নির্মাণের নন-ক্রিয়েটিভ বিষয়ের সঙ্গে আমি মানাতে পারব না। মা খুব বেশি খুশি ছিলেন না। তিনি মনে করতেন সন্তানদের সহজ একটি জীবন দেয়ার জন্য তিনি অনেক কষ্ট করেছেন। কিন্তু আমি সেটি চাইনি, পরিপূর্ণ একটি জীবন চেয়েছি। আমি বাস্তব জীবনে সংগ্রামে করার অভিজ্ঞতা চেয়েছি। আমি যা কিছু পেয়েছি সেজন্য কৃতজ্ঞ। কিন্তু আমি আরো কিছু চাই।’

অভিনয় জগতে আসার জন্য বাবা-মাকে কীভাবে রাজি করিয়েছেন? প্রশ্ন করা হলে ধড়ক অভিনেত্রী বলেন, ‘আমাকে খুব বেশি কিছু করতে হয়নি কারণ তারা জানতেন আমি এ বিষয়ে সিরিয়াস। তারা আমাকে শুধু একটি কথা বলেছেন-অভিনয় মানে সুন্দর চেহারা আর সংলাপ বলা নয়। আমি এটা জানতাম এবং এটিই করতে চেয়েছি। আমার বাবা-মা আমাকে সুন্দর একটি জীবন দিয়েছেন। অভিনয়ের মাধ্যমে আমি জীবনের বিভিন্ন অভিজ্ঞতা অর্জন এবং আমার অভিব্যক্তিগুলো প্রকাশ করতে পারব। এজন্যই আমি এই পেশা বেছে নিয়েছি। এটি আমার ওয়ান ওয়ে টিকেট, যার দ্বারা আমি সবকিছু করতে পারব।’

২০১৬ সালের ব্লকবাস্টার হিট মারাঠি ভাষার সাইরাত সিনেমার হিন্দি রিমেক ধড়ক। করন জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি পরিচালনা করছেন শশাঙ্ক খাইতান। আগামী ২০ জুলাই এটি মুক্তির কথা রয়েছে।