জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

0
322

মইনুল ইসলাম:
জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় সাতক্ষীরা সদরের মাগুরা দাশ পাড়া সৎসঙ্গ মুন্দির চত্বরে “কন্যাশিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা” এ শ্লোগানকে সামনে রেখে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় ও জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফরামের আয়োজনে সৎসঙ্গ মুন্দির চত্বর থেকে দিবসটি উপলক্ষ্যে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মুন্দির প্রাঙ্গণে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। জেলা জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফরামের সভাপতি এড. শাহনওয়াজ পারভীন মিলির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা সুজন (সুশাসনের জন্য নাগরিক)-এর সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম। বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, প্রাক্তন প্রধান শিক্ষক সুকৃত কুমার রায়, সুনির্মল মন্ডল, লেখক-সাংবাদিক মো. মোস্তাফিজুর রহমান, জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফরামের সদস্য আলেয়া আইয়ুব, সুজনের সদস্য শেখ তৈমুর হাসান, এডিএস প্রেসক্লাব সদস্য মো.সিকান্দার আবু জাফর প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, দি হাঙ্গার প্রজেক্টের আমিসুর রহমান।