জাতীয়করণসহ ৫ দফা দাবিতে শিক্ষকদের সমাবেশ

0
155

টাইমস ডেস্ক:
বিশ্ব শিক্ষক দিবস ছিল গতকাল সোমবার। শিক্ষকদের জন্য উৎসর্গকৃত দিনটিতে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সমাবেশ করছে বাংলাদেশ শিক্ষক সমিতি। গতকাল সোমবার সারাদেশ থেকে আসা শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। আন্দোলনকারী শিক্ষকরা জানান, এমপিওভুক্ত শিক্ষকদের ২৫ শতাংশ ঈদ বোনাস দীর্ঘ ১৬ বছরেও পরিবর্তন হয়নি। সামান্য বেতন নিয়ে করোনার এই দুঃসময়ে তারা চরম অর্থকষ্টে দিনযাপন করছেন। তারা বলেন, অনার্স-মাস্টার্স শিক্ষকদের দীর্ঘ ২৮ বছরেও এমপিওভুক্ত করা হয়নি। শিক্ষকদের বদলি প্রথা চালু নেই। শিক্ষা সহায়ক ভাতা নেই। শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকী বলেন, জাঁতি গঠনে শিক্ষকরা মেরুদ- হিসেবে কাজ করলেও নানাভাবে তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। শিশুদের শিক্ষা বাধ্যতামূলক বলা থাকলেও আজও তা বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, দেশে সাড়ে পাঁচ কোটি টাকার বাজেট করে উন্নয়ন করা যাবে না। শিক্ষকদের অবহেলায় না রেখে সত্যিকারের উন্নয়ন করতে হলে সকল শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম রনি বলেন, শিক্ষক দিবসে সকল শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আমরা সমবেত হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা আন্দোলন অব্যাহত রাখবেন। প্রয়োজনে এ আন্দোলন আরও কঠোর থেকে কঠোরতর করে তোলা হবে। তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য আকাশছোঁয়া। ২৫ শতাংশ ঈদ বোনাস দীর্ঘ ১৬ বছরেও পরিবর্তন হয়নি, এক হাজার টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং সামান্য বেতনে শিক্ষক-কর্মচারীরা চরম অর্থকষ্টে দিনযাপন করছেন। মুজিববর্ষেই শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণ ঘোষণা সময়ের দাবিতে পরিণত হয়েছে মন্তব্য করে এই শিক্ষক নেতা বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ শিক্ষকরা সমাবেত হয়েছেন। সারাদেশ থেকে আসা শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে আলাদা আলাদা ব্যানার নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।