জাতিসংঘের শরণার্থী সং¯’ার শুভে”ছাদূত হলেন তাহসান

0
207

খুলনা টাইমস:

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে বাংলাদেশের শুভে”ছাদূত হিসাবে ঘোষণা করেছে জাতিসংঘের শরণার্থী সং¯’া। এই প্রথম কোনও বাংলাদেশিকে দূত হিসেবে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক সং¯’াটি। আগামী ২ বছর এই দায়িত্ব পালন করবেন তাহসান। শনিবার ইউএনএইচসিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সারাবিশ্বে শরণার্থী সং¯’ার মোট ৩২ জন শুভে”ছাদূত আছেন বিশ্বজুড়ে, যারা তাদের জনপ্রিয়তা, নিষ্ঠা ও কাজের মাধ্যমে বিভিন্ন দেশে অব¯ি’ত শরণার্থীদের পরি¯ি’তি ও সং¯’াটির কার্যক্রম সবার সামনে তুলে ধরেন। ২০১৯ সাল থেকে তাহসান শরণার্থীদের কথা মানুষের কাছে পৌঁছে দেয়ার বিভিন্ন উদ্যোগে ইউএনএইচসিআর-এর সাথে কাজ করে চলেছেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন এবং বিশ্ব শরণার্থী দিবস ও ইউএনএইচসিআর-এর অন্যান্য অনুষ্ঠানের যুক্ত থেকে সহায়তা করেছেন। জাতিসংঘের শরণার্থী সং¯’ার শুভে”ছাদূত তাহসান। অনুষ্ঠানে তাহসান বলেন, ‘জাতিসংঘের শরণার্থী সং¯’ার সাথে যুক্ত হতে পেরে আমি সম্মানিত ও গর্বিতবোধ করছি। পৃথিবীর এক শতাংশেরও বেশি মানুষ আজ সংঘাত ও নির্যাতনের কারণে বা¯‘চ্যুত। ভাগ্যবান ৯৯ শতাংশ মানুষের একজন হিসেবে শরণার্থীদের হয়ে কথা বলা আমার মানবিক দায়িত্ব।’ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারকে ধন্যবাদ জানান তাহসান খান।