চ্যাম্পিয়ন্স লিগ মৌসুম শেষ করা সম্ভব নয়

0
243

খুলনাটাইমস স্পোর্টস: অনিশ্চয়তার সুতোয় ঝুলছে ফুটবল লিগগুলোর ভাগ্য। শঙ্কা জেগেছে এবারের চ্যাম্পিয়ন্স লিগ মৌসুম নিয়েও। বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার লুকাস এর্নান্দেসের মতে, এই সময়ের মধ্যে ইউরোপ সেরা প্রতিযোগিতাটি শেষ করা কোনোভাবেই সম্ভব নয়। কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ। বন্ধ আছে ইউরোপের অধিকাংশ দেশের ফুটবলসহ সব ধরনের ক্রীড়া ইভেন্ট। গত সপ্তাহে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (উয়েফা) প্রধান আলেকসান্দের চেফেরিন বলেছিলেন, জুলাই-অগাস্টের দিকে প্রয়োজনে দর্শকশূন্য স্টেডিয়ামে প্রতিযোগিতা দুটি চালু করা হবে। তবে সেপ্টেম্বরের মধ্যে শুরু করতে না পারলে টুর্নামেন্টগুলো বাতিল হওয়ার শঙ্কাও প্রকাশ করেন তিনি। জুলাই-অগাস্টের মধ্যে ইউরোপের শীর্ষ লিগগুলো শেষ করার তাড়াও আছে। পরিস্থিতি বিবেচনায় একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল রাউন্ডের ম্যাচ আয়োজন অসম্ভব বলে মনে করছেন এর্নান্দেস। “সবগুলো প্রতিযোগিতা শেষ করা কঠিন হবেৃবাস্তববাদী হতে হবে। আমি মনে করি, এই সময়ের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ শেষ করা অসম্ভব হবে। বিশেষ করে যদি আমরা ঘরোয়া লিগগুলো শেষ করায় গুরুত্ব দেই।” ইতোমধ্যে বুন্ডেসলিগার ক্লাবগুলো অনুশীলন শুরু করে দিয়েছে। তবে কঠিন নিয়মের মধ্যে খেলোয়াড়রা অনুশীলন করছেন।