চুকনগর ফিসে মাছ বিক্রয়ে বিপাকে ঘের ব্যবসায়ী, থানায় অভিযোগ

0
188

চুকনগর প্রতিনিধি:
মেসার্স চুকনগর ফিসে মাছ বিক্রয় করে বিপাকে পড়েছে এক মৎস্য ঘের ব্যবসায়ী। মাছ বিক্রয়ের প্রায় ৪বছর অতিবাহিত হলেও বর্তমানে টাকা গুলো না দেয়ার নানা পায়তারা করছে। নিরুপায় হয়ে প্রতিকার চেয়ে তিনি ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
কেশবপুর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের মোঃ সরোয়ার সরদারের পুত্র আবুল কালাম আজাদ তার অভিযোগে উল্লেখ করেন গাজী ইয়াসিন মৎস্য আড়টের ডুমুরিয়া উপজেলার মালতিয়া গ্রামের মৃত শরৎ কুমার ঘোষের পুত্র পরিতোষ ঘোষের মেসার্স চুকনগর ফিসে দীর্ঘদিন ধরে মাছ বিক্রয় করার কারণে লেনদেনের এক পর্যায়ে ৩ লক্ষ ৭৩ হাজার ১শ’ টাকা বাকী রয়ে যায়। কিন্তু তার পাওনা টাকা চাইলে দিচ্ছি দেব বলে বিভিন্ন তালবাহানা করতে থাকে। অদ্যবধি তিনি তিনি কোন টাকা পরিশোধ করেনি। এঘটনায় তিনি ইতিপূর্বে আড়ৎ কমিটির সভাপতি/সম্পাদক বরাবর একটি লিখিত অভিযোগ করেও কয়েকবার শালিস বৈঠকের পরও তিনি কোন সিদ্ধান্ত মানেনি। এমতাবস্থায় গত ০৫/১০/২০২০ ইং তারিখে বিবাদীর বাড়িতে পাওনা টাকা চাওয়ার জন্য গেলে অকথ্যভাষায় গালিগালাজ, মারপিট করতে উদ্যত হওয়াসহ তাকে জীবননাশের হুমকী প্রদান করে। নিরুপায় হয়ে তিনি ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বিপ্লব বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই চুন্নু শেখকে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার নির্দেশ দেয়া হয়েছে বলে বাদী জানান। এ ব্যাপারে বিবাদী পরিতোষ দাস বলেন,বিষয়টি আড়ৎ কমিটির সভাপতি সরদার মজিবার রহমানের কাছে জানলে বিস্তারিত জানা যাবে।