চুকনগরে পশ্চিমপাড়ার রাস্তাটি দীর্ঘ ৩৬বছরে সংস্কার না হওয়ায় মানুষের চলাচলে একেবারে অনুপযোগী : সংস্কারের দাবি

0
200

চুকনগর প্রতিনিধি:
চুকনগরে পশ্চিমপাড়ার রাস্তাটি দীর্ঘ ৩৬বছর ধরে সংস্কার না হওয়ায় মানুষের চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে একাধিক স্থান হতে রাস্তাটির ইটের সোলিং উঠে গিয়েছে। আবার অনেক জায়গা থেকে ইটসহ রাস্তার অংশ দুইপাশে ভেঙ্গে পড়েছে। এদিকে সরকারী রাস্তার জায়গা দখল করে বিল্ডিং নির্মান করে বসে আছে একাধিক ব্যক্তি। এই সব কারণে বর্তমানে এ রাস্তা দিয়ে চলাচল করা একেবারে অনুপযোগী হয়ে পড়েছে।
জানা যায়, ডুমুরিয়া উপজেলার চুকনগর পশ্চিমপাড়ায় যাওয়ার জন্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দীনের বাড়ি হতে দলিত হাসপাতাল অভিমুখী আব্দুর রাজ্জাক মোড়লের দোকান পর্যন্ত রাস্তাটির উপর ১৯৮৪ সালে ইটের সোলিং দেয়া হয়। সে সময় ঐ গ্রামের মৃত জিন্দার আলী শেখ, মৃত আক্কাজ মোড়ল, মৃত গহর মোড়ল, মৃত শরিতুল্ল্যাহ গাজী, মৃত মফেজ মোড়ল, মৃত সামছুর রহমান মোড়ল মিলে তৎকালীন জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে সে সময়ের বিমান ও পর্যটন মন্ত্রী এএইচ এম আব্দুল গফফারের কাছে যান। তখন মন্ত্রী উক্ত ব্যক্তিদের দাবির পরিপ্রেক্ষিতে রাস্তাটি ইটের সোলিং করে দেন। সেই থেকে অদ্যবধি কেউ রাস্তাটি মেরামত বা সংস্কার করেনি। একারণে বর্তমানে এ রাস্তা দিয়ে মানুষ চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। এদিকে এরশাদ মোড়লের পুত্র আতিয়ার মোড়ল, আক্কাজ মোড়লের পুত্র মোসলেম উদ্দীন মোড়ল, মফেজ মোড়লের পুত্র হায়দার মোড়ল, হোসেন মোড়লের পুত্র ইসহাক মোড়ল ও সুলতান মোড়ল, আনছার মোড়লের পুত্র আশান মোড়ল, রাজ্জাক মোড়ল ও ফারুক মোড়ল, রাজ্জাক মোড়লের পুত্র আলামিন মোড়লসহ একাধিক ব্যক্তি রাস্তার দুই পাশ দিয়ে সরকারী জমি দখল করে কাঁচা ও পাঁকা ভবন তৈরি করে বসে আসেন। এলাকাবাসীর দাবি সরকারী জমি উদ্ধার পূর্বক রাস্তাটি সংস্কার করে না দিলে মানুষের রাস্তা চলাচল একেবারে অনুপযোগী হয়ে পড়বে।