চিতলমারীতে মুক্তিযোদ্ধাকে হয়রানির অভিযোগ

0
153

চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে একটি প্রভাবশালী চক্র অশিতীপর এক বীর মুক্তিযোদ্ধাকে নানা ভাবে হয়রানী করছে। এ ঘটনায় ওই মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
লিখিত অভিযোগপত্রে জানা গেছে, উপজেলার হাসাবুনিয়া কাটাখালী গ্রামের মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রমনী রঞ্জন মন্ডল (৭৫) সুনামের সাথে বসবাস করে আসছেন। গত ২০১৯ সালে চিতলমারী উপজেলার হিজলা গ্রামের মোঃ ওমর কাজীর ছেলে আবু বক্কার কাজী, খাসেরহাট গ্রামের মৃত অতুল হীরা ছেলে অনীল হীরা, চরবানিয়ারী উত্তরপাড়া গ্রামের চিন্ময়সহ ৫-৬ লোক দীর্ঘদিন ধরে তার কাছে টাকা দাবী করে আসছে। টাকা না দেওয়ায় তারা ওই মুক্তিযোদ্ধার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। এ ঘটনায় তিনি গত ২৯/১১/২০১৯ তারিখে থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ পদক্ষেপ নেয়ায় তারা চুপ থাকে। কিন্তু গত ২৭/০২/২০২১ তারিখ সকাল ১০টার দিকে অনিল হীরা মোবাইল ফোনে তাকে ফোন দিয়ে পুনরায় তিন লাখ বিশ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে তারা তার পরিবারসহ সকলকে যে কোন ধরনের বিপদে ফেলবে বলে হুমকি দেয়। এ ব্যাপারে অশিতীপর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রমনী রঞ্জন বলেন, উক্ত চক্র টাকার জন্য আমাকে সাজানো মামলা ও অভিযোগ দিয়ে নানা ভাবে হয়রানী করছে। সেই সাথে বিভিন্ন ধরণের হুমকি-ধামকি অব্যাহত রেখেছে। তাদের হুমকিতে গোটা পরিবার ভীতসন্ত্রস্থ হয়ে পড়েছি। এ কথা বলে বৃদ্ধ রমনী রঞ্জন কান্নায় ভেঙ্গে পড়েন। এ ব্যাপারে অনিল হীরা সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তদন্তে সত্য বেরিয়ে আসবে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক সাংবাদিকদের বলেন, মুক্তিযোদ্ধার লিখিত অভিযোগ পেয়েছি। উভয়ের মধ্যে আর্থিক লেনদেন আছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।