চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল কাল : জোহর বাদ উদ্বোধনী বয়ান

0
1034

শেখ মোঃ নাসির উদ্দিনঃ

আগামীকাল রবিবার (২৬ নভেম্বর ) বরিশালের কীর্তনখোলা নদীর তীরে চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে, এটা বিশ্বের তৃতীয় ইসলামী মহাসম্মেলন। বাংলাদেশ মুজাহিদ কমিটির তত্ত্বাবধায়নে মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। আগামী ২৬,২৭ ও ২৮ নভেম্বর এই তিনদিন মাহফিল অনুষ্ঠিত হবে। আগামীকাল বাদ জোহর চরমোনাই পীর সাহেব মুফতী সৈয়দ মোঃ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে ফাল্গুনের মাহফিলের শুভ সূচনা করবেন । পীর সাহেব চরমোনাই ও মুফতী ফয়জুল করীম প্রত্যেকদিন বাদ ফজর ও বাদ মাগরিব বয়ান করবেন । মাহফিলে দেশ ও বিদেশের অনেক মুসল্লী অংশ গ্রহন করবেন । মাহফিলের বয়ান ছাড়াও দ্বিতীয় দিন সকাল ১১ টায় স্টেজে ওলামা সম্মেলন ও তৃতীয় দিনে শ্রমিক সমাবেশ এবং ছাত্র গণ জমায়েত অনুষ্ঠিত হবে। বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারী জেনারেল আলহাজ্ব ডাক্তার মোখতার হোসাইন জানান ইতিমধ্যেই মাহফিলের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে । মাহফিলের শৃঙ্খলার জন্যে কয়েক হাজার স্বেচ্ছাসেবক বাহিনী, লাইট ও মাইক বিভাগের দায়িত্বশীলরাও প্রস্তুত রয়েছেন। খুলনা থেকেও কয়েশ গাড়ী নিয়ে মুজাহিদরা ইতেমধ্যেই মাঠে পৌছেছেন। আগামী ২৯ নভেম্বর বুধবার সকাল ৯ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে বিশ্বের তৃতীয় বৃহত্তম ইসলামী মহাসম্মেলন শেষ হবে ।