শরণখোলায় ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর রেজিষ্টারে আনন্দ মিছিল

0
425

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
জাতির পিতার ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ জাতিসংঘের ইউনেস্কোর রেজিষ্টারে তালিকাভূক্ত হওয়ায় দেশব্যপী আনন্দ মিছিলের অংশ হিসেবে  শরণখোলায় আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্মসূচী গ্রহন করে ।

শনিবার সকালে উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন ও উপজেলা নির্বাহী অফিসার লিংকন নেতৃত্বে প্রথমে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধ’ শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে বিশাল আনন্দ
র‌্যালী উপজেলা সদর রায়েন্দা বাজার প্রদক্ষিণ শেষে রায়েন্দা পাইলট হাইস্কুল মিলনায়তনে আলোচনা সভা করে। র‌্যালীতে শরনখোলা ডিগ্রী কলেজ, মাতৃভাষা কলেজ, রায়েন্দা পাইলট হাইস্কুল, আরকেডিএস বালিকা বিদ্যালয় , বিভিন্ন মাদ্রাসা,প্রাথমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ গ্রহন করে ।

উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হোসেন,এমএ রশিদ আকন,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর বাবুল,ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন,এমএ খালেক খান,প্রধান শিক্ষক সুলতান আহমেদ বিএসসি,জাপা নেতা বদরুজ্জামান আবু গাজী,ছাত্রলীগ নেতা খাইরুল ইসলাম শরীফ প্রমূখ। ##