ঘূর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ সাড়ে ৬শ পরিবারের মাঝে চাল বিতরণ

0
296

বাগেরহাট প্রতিনিধি:
ঘূর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ বাগেরহাট পৌরসভার সাড়ে ৬শ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। রোববার সকালে পৌরসভার কার্যালয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এই চাল বিতরণ করেন পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র তালুকদার এ বাকী, প্যানেল মেয়র তানিয়া খাতুন, কাউন্সিলর আসমা আজাদ, শরিফা আকতার স্বপ্না, ফারুক তালুকদার, নাসির উদ্দিন, শেখ মাসুমসহ আরো অনেকে।ঘূর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ বাগেরহাট পৌরসভার সাড়ে ৬শ পরিবারের মাঝে প্রত্যেকে ২০ কেজি করে চাল দেয়া হয়।
বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান বলেন, পৌরসভার নাগরিকদের যে কোন সমস্যা মোকাবেলায় পৌর পরিষদ প্রস্তুত। ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাল দিয়েছি। আমরা সব সময় ক্ষতিগ্রস্থদের পাশে আছি ও থাকবো।
প্রসঙ্গত. গত ১০ নভেম্বর ঘূর্নিঝড় বুলবুলের প্রভাবে টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় গাছ পড়ে বাড়িঘর ক্ষগ্রিস্থ হয় এবং নি¤œ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এতে অনেক পরিবার ক্ষতিগ্রস্থ হয়।