গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ

0
141

খবর বিজ্ঞপ্তি:
জাতীয় মুক্তি কাউন্সিল, খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ এম হুমায়ুন কবির, আনোয়ার হোসেন, বরকত আলী, সুভাষ সাহা, সোয়েব শেখ, হংস শুভ্র হালদার এক বিবৃতিতে শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের সম্বয়ক শ্রমিকনেতা রুহুল আমিনকে ডিবি পুলিশ কর্তৃক আটক, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের এবং দু’দিনের পুলিশ রিমান্ডের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ বলেন, জনবিচ্ছিন্ন ভোটার বিহীন আওয়ামীলীগ সরকার ফ্যাসিবাদী কায়দায় জনগণের স্বাধীন মতপ্রকাশের ওপর নগ্ন হামলা করছে। মিথ্যে ওজুহাতে কালো আইন দিয়ে পুলিশ দিয়ে হামলা করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনকে দমন করছে। ডিজিটাল নিরাপত্তা আইনে দীর্ঘদিন জেলখানায় বন্দী করে, জামিন না দিয়ে অসুস্থ লেখক মোস্তাক আহমেদকে সরকার মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। জনবিচ্ছিন্ন সরকার বিভিন্ন কালাকানুন দিয়ে জনগণের কণ্ঠকে রোধ করতে চায়। সরকারের দুর্নীতি-দুঃশাসন-লুটপাট-দমন-পীড়নের বিরুদ্ধে জনগণ যাতে প্রতিবাদ করতে না পারে সেজন্য বিভিন্ন কালাকানুন দিয়ে সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়। নেতৃবৃন্দ লেখক মোস্তাক আহমেদের মৃত্যুর কারণ উদ্ঘাটনে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। নেতৃবৃন্দ শ্রমিকনেতা রুহুল আমিনের রিমান্ড বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। মার্কিন-ভারত সা¤্রাজ্যবাদের দালাল আওয়ামীলীগ সরকার প্রণীত বিশেষ ক্ষমতা আইন, ৫৪ ধারা, ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল কালাকানুন বাতিলের জন্য দেশের গণতান্ত্রিক দল ও জনগণকে স্বোচ্ছার হওয়ার আহŸান জানান।