আবার হেরেছে রিয়াল

0
389

অনলাইন ডেস্কঃ ২০০৭ সালের পর গতকাল সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে হারাল ২-১ গোলে। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ আর লা লিগায় চার ম্যাচ জয়হীন রিয়াল! লা লিগায় রিয়াল মাদ্রিদ পাহাড়ের নাম লেভান্তের জন্য। টানা ১১ ম্যাচ রিয়ালকে হারাতে পারেনি তারা। কিন্তু ইউলেন লোপেতেগির দল ঘুরপাক খাচ্ছে দুঃস্বপ্নের বৃত্তে। সুযোগটা দুহাত ভরে কাজে লাগিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতেই বিজয় নিশান উড়িয়েছে লেভান্তে। ২০০৭ সালের পর গতকাল সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে হারাল ২-১ গোলে। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ আর লা লিগায় চার ম্যাচ জয়হীন রিয়াল! ২০০৯ সালের মে মাসের পর এবারই প্রথম পাঁচ ম্যাচে জয় পেল না ঐতিহ্যবাহী দলটি। এমন ব্যর্থতায় ২০০৯-এ চাকরি হারিয়েছিলেন তখনকার কোচ হুয়ান্দে রামোস। ইউলেন লোপেতেগির চাকরি হারানো হয়তো সময়ের অপেক্ষা এখন! ম্যাচ শেষে জানালেনও সে কথা, ‘আমার চাকরি থাকবে তো? এটাই এখন ঘুরছে মাথায়। তবে যেভাবে খেলেছি তাতে জেতা উচিত ছিল আমাদের।’

ভিএআর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রিয়াল-লেভান্তের ম্যাচজুড়ে। ১১তম মিনিটে রাফায়েল ভারানের হ্যান্ডবলে প্রথমে ফ্রিকিক দিয়েছিলেন রেফারি। প্রযুক্তির সাহায্য নিয়ে পরে দেন পেনাল্টি। ১৭তম মিনিটে মার্কাস অ্যাসোনসিওর একটি গোল বাতিল হয়েছে অফসাইডে থাকায়। তেমনি বিরতির আগেই লেভান্তের ৩-০ হয়নি ভিএআরের কল্যাণে। প্রযুক্তির সাহায্য নিয়ে রেফারি ৪৩ মিনিটে রোচিনার গোল বাতিল করেন অফসাইডের জন্য। ৭২ মিনিটে এক গোল ফেরানোর পর মার্সেলো ম্যাচ শেষের দুই মিনিট আগে বল জালে জড়িয়েছিলেন আরো একবার। কিন্তু সহকারী রেফারি তোলেন অফসাইডের ফ্ল্যাগ!

লা লিগায় সবশেষ ম্যাচে রিয়াল ০-১ গোলে আলাভেসের কাছে হেরেছিল শেষবেলার গোলে। গতকাল লেভান্তের বিপক্ষে সেই ম্যাচের একাদশের বেল, বেনজিমাসহ পাঁচজনকে বেঞ্চে বসিয়েছিলেন ইউলেন লোপেতেগি। মার্সেলো, ইসকো, ভাসকেস, অ্যাসেনসিও, মারিয়ানোদের ফিরিয়ে গড়েন শক্তিশালী দল। লাভ হয়নি তাতেও, লেভান্তে এগিয়ে যায় ষষ্ঠ মিনিটে। পোস্তিগোর পাস রাফায়েল ভারানের ভুলে পেয়ে যান লুই মোরালেস। গোলরক্ষক থিবো কর্তোয়াকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান তিনি।

১১তম মিনিটে হাতে বল লাগে রাফায়েল ভারানের। রেফারি প্রথমে  ফ্রিকিক দিলেও ভিএআরের সাহায্য নিয়ে দেন পেনাল্টি। রজার মার্তি ভুল করেননি স্পট কিকটা কাজে লাগাতে। ১৩ মিনিটে দুই গোল হজম করে দিশাহারা রিয়াল। গ্যালারি থেকে তখন দুয়ো ভেসে আসছিল লোপেতেগির নামে। এরপর ভিএআরে ১৭তম মিনিটে গোল বাতিল রিয়ালের। বিরতির পর বাধ্য হয়েই গ্যারেথ বেল ও করিম বেনজিমাকে নামান রিয়াল কোচ। বেলের ক্রস থেকে বেনজিমার কাটব্যাক থেকে ৭২ মিনিটে লক্ষ্য ভেদ করেন মার্সেলো। ৪৮২ মিনিট পর রিয়ালের এটা প্রথম গেল! সবশেষ ১৯৮৫ সালে এর চেয়ে ১৭ মিনিট কম সময় গোলহীন ছিল তারা।

গত পরশু সেল্তা ভিগোকে ১-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে এখন আলাভেস। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ এখন ৫ নম্বরে।

ওদিকে জয়ের ধরায় ফিরেছে বায়ার্ন মিউনিখ। লেভানদোস্কির জোড়া গোলে তারা ৩-১ গোলে হারিয়েছে উলফসবুর্গকে। বরুশিয়া ডর্টমুন্ড ৪-০ গোলে জিতেছে স্টুটগার্টের বিপক্ষে।