গোপালগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযান-৩ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

0
695

সজল সরকার, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলাধীন সিকির বাজারে গোপালগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার পরিচালিত অভিযানে ৩ টি ঔষধ ব্যবসায়ী প্রতিষ্ঠান, গৌতম মেডিকেল হল, মেসার্স পদ্মা মেডিসিন কর্ণার ও বাংলাদেশে মেডিকেল হলে জীবন রক্ষা কারী ঔষধ মেয়াদোত্তীর্ণ ৩৫ ফাইল, ফিজিশিয়ান স্যাম্পল ২ কার্টুন সমপরিমাণ, অনুমোদিত বিদেশি ঔষধ রাখা এবং মূল্য টেমপারিং জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৫১ এবং ৪০ ধারায় অভিযুক্ত তিনটি প্রতিষ্ঠানকেই জরিমানা করা হয় মোট ১৫ হাজার টাকা।


ভোক্তা অধিকার সংরক্ষিত না হলে প্রতিকার পাওয়ার জন্য লিখিত অভিযোগ দায়ের করার জন্য উপস্থিত জনগণকে বলা হয় । এছাড়াও সচেতনতা বৃদ্ধি করতে ভোক্তা অধিকার আইন এর লিফলেট, স্টিকার বিতরণ করা হয় ।
অভিযানে সহযোগিতা করেন গোপালগঞ্জ ড্রাগ সুপার মহেশ্বর কুমার মন্ডল এবং কোটালিপাড়া থানা পুলিশের সদস্যবৃন্দ।
গোপালগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, এর সহকারী পরিচালক শামীম হাসান বলেন, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ এর নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে ।