গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৫ সেপ্টেম্বর

0
312

খুলনাটাইমস: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে ৫ সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ৫ সেপ্টেম্বর থেকে টানা ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা হবে ১, ২, ৮ ও ৯ নভেম্বর। এ বছর নয়টি ইউনিটের ৩৪ বিভাগে বিদেশি ও কোটাসহ তিন হাজার ৭০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এফ এবং জি ইউনিটের পরীক্ষা ১ নভেম্বর, ডি এবং ই ইউনিটে ২ নভেম্বর, সি এবং এইচ ইউনিটে ৮ নভেম্বর, এ, বি, আই ইউনিটে ৯ নভেম্বর। এ বছর মুক্তিযোদ্ধা কোটায় ৫ শতাংশ, প্রতিবন্ধী কোটায় ১, খেলাধুলা-সাংস্কৃতিক কোটায় ১, ক্ষুদ্র ণৃগোষ্ঠী কোটায় ১ এবং পোষ্য কোটায় ১ শতাংশ শিক্ষার্থী ভর্তি করা হবে। এ ছাড়া ১০০টি আসন বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।