গুনাকরকাটিতে অপরাধীদের শাস্তি ও ষড়যন্ত্রমূলক মামলা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

0
351

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার গুনাকরকটিতে অপরাধীদের শাস্তির দাবী ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কুল্যা দরগাহপুর সড়কের গুনাকরকাটি ব্রীজের মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামের সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে মানববন্ধনে জামিলা খাতুন, মাছুম, আবু সাইদ, মিলন হোসেন, মইনুর, মাছুল সরদার, আঃ রাজ্জাক, আকবর, ওমর আলি, আমজাদ প্রমুখ অংশ নিয়ে বলেন, গুনাকরকাটি গ্রামের মৃত আঃ কাদের সরদারের স্ত্রী জামিলা খাতুন ২০বছর পূর্বে তার স্বামী ইন্তেকাল করলে অতিকষ্টে পুত্রকন্যাদের মানুষ করেন। সন্তানদের জমি জায়গা ভাগ করে দিয়ে তিনি স্বামীর বসত ঘরে থাকেন। হান্নান তার মায়ের গচ্ছিত প্রায় ২ লক্ষ টাকা বিভিন্ন সময় নিয়েছে এবং ঘর থেকে বের করে দিয়ে জমি-ঘর জবর দখলের চেষ্টা করছে। গত ১০ মার্চ এরই জের ধরে বাদীকে পিটিয়ে জখম করে, নগদ ১৫ হাজার টাকাসহ ২৮ হাজার টাকার স্বর্ণালঙ্কার বাক্স থেকে জোরপূর্বক বের করে নেয়। এব্যাপারে ১১ মার্চ মা বাদী হয়ে বিজ্ঞ আমলী আদালত- ০৮ সাতক্ষীরায় সিআর ৬৪/২০ নং মামলা দায়ের করেন। আসামী আঃ হান্নান ও আয়শা আক্তার আখি। বিজ্ঞ আদালত সমন জারি করলে আসামীরা ১৭ মার্চ মায়ের উপর আরও বেপরোয়া হয়ে উঠলে বাদী ১৭ মার্চ ১০৭ ধারা মামলা করেন। এতে আসামী হান্নান ও আয়শা প্রতিশোধ স্পৃহা হয়ে ষড়যন্ত্র শুরু করে এবং ১৯ মার্চ দিবাগত রাত্র ১০ টার দিকে নিজের ঘরের টেলিভিশন নিজে ভাংচুর করে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের চেষ্টা শুরু করে। মানববন্ধনে আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ জ্ঞাপন করা হয়। সাথে সাথে তাদের উপর যে হুমকী ধামকী চালান হচ্ছে সে ব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করা হয়।