গুজব ঠেকাতে সরকার কঠোর অবস্থানে: ওবায়দুল কাদের

0
270

খুলনাটাইমস: গুজব রটিয়ে যাতে গণপিটুনির মতো ঘটনা আর না ঘটে সে বিষয়ে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ইতোমধ্যে সরকারি ও দলীয়ভাবে আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। গুজব রটিয়ে যাতে গণপিটুনির মতো কোনো ঘটনা না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকতে সারাদেশে দলের নেতাকর্মী ও সংসদ সদস্যদের (এমপি) নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, সারাদেশের দলীয় নেতাকর্মী ও এমপিদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা মানুষকে সতর্ক ও সচেতন করতে সভা-সমাবেশ করেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনা ঘটছে। এসব ঘটনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কি-না দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে। আশা করছি এ রকম পরিস্থিতি আর ঘটবে না। পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে। একই সঙ্গে যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে বলেও জানান ওবায়দুল কাদের। ডেঙ্গু জ¦রের প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে বলে উদ্বেগ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, শিগগিরই মশা মারার কার্যকর ওষুধ আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করেছে, ঢাকার বাইরেও ডেঙ্গু ছড়িয়ে পড়ছে, প্রাণহানি ঘটছে। হাসপাতালে নতুন রোগী মানেই হচ্ছে ডেঙ্গু। এ বিষয়ে দুই মেয়রের সাথে আলাপ হয়েছে। তারা সচেতনতার বিষয়ে ক্যাম্পেইন বিল্ড আপ করছেন, বিভিন্ন জায়গার বৈঠক করছেন। মশা নিধনের ওষুধের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের বরাত দিয়ে মন্ত্রী বলেন, যে ওষুধ আছে তা অনেকটা অকার্যকর।ৃ কার্যকর ওষুধ আনার জন্য আমরা চেষ্টা করছি। স্বাস্থ্যমন্ত্রীকে বলেছি, জরুরি ভিত্তিতে নিয়ে আসতে। ওধুষ প্রতিবেশী দেশেও আছে। পরামর্শ দিয়েছি যত দ্রুত আনা যায়। ঢাকার দুই মেয়র আগে থেকে সচেতন হলে পরিস্থিতি মোকাবেলা সম্ভব হত কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, জনস্বার্থের কথা বিবেচনা করে তাদের কার্যক্রম জোরদার করে দায়িত্বশীল হতে বলেছি। বন্য পরিস্থিতি সামগ্রিকভাবে উন্নতির দিকে থাকলেও কিছুকিছু জায়গায় অবনতি ঘটছে জানিয়ে তিনি বলেন, মধ্যাঞ্চলে আরো প্লাবনের অবস্থা রয়েছে। হাইওয়ে ছাড়া জেলা সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ঈদের এক সপ্তাহ আগে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত কাজ সম্পন্ন করার নির্দেশনা দিয়েছি। জেলা সড়ক নিয়ে চিন্তা করছি। ঢাকাসহ সারা দেশে লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন না করা চার লাখ ৭৯ হাজার ৩২০টি গাড়ির ফিটনেস নবায়নের জন্য দুই মাস সময় বেঁধে দিয়েছে হাই কোর্ট। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা বিআরটিএ আগেই নির্দেশনা দিয়েছি, কর্মপরিকল্পনা তৈরি করে প্রয়োজনে ছুটির দিনেও কাজ করতে হবে। ফিটনেস নবায়নে সপ্তাহে ৬ দিন কাজ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজ নিয়ে আন্দোলকারীদের কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশে ফিরে যৌক্তিক সমাধান দেবেন। ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের বিষয়ে সজাগ আছি। বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। তিনি এলে যৌক্তিক, বাস্তবসম্মত বিষয়টি বিবেচনা করবেন। তার আগে তারা যেন রাস্তা অবরোধ করে জনগণকে কষ্ট না দেয়, শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার ক্ষতি না করে। তাদেরকে অনুরোধ করছি, তারা যেন ধর্মঘটের পথ থেকে বিরত থাকে। শিক্ষামন্ত্রী দীপু মনি আন্দোলনকারীদের সঙ্গে দুয়েকদিনের মধ্যে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন বলেও তিনি জানান। আলাপ আলোচনা যে সমস্যার সমাধান করা যায়, সেখানে পথ অবরোধ করে জনগণকে দুর্ভোগে ঠেলে দেওয়াই উচিত। প্রধানমন্ত্রীর আগ্রহে ২০১৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। এসব কলেজে ভর্তি পরীক্ষা, পাঠ্যসূচি ও পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই পরিচালিত হচ্ছে। কলেজগুলো হল- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। কিন্তু ওই সাত কলেজের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও অ্যাকাডেমিক কার্যক্রমে ধীর গতি দেখা দিয়েছে অভিযোগ তুলে গত বুধ ও বৃহস্পতিবার শাহবাগ মোড় অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তাদের কয়েক ঘণ্টার অবরোধের কারণে ওই মোড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এরপর রবি, সোম ও গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ দেখায় তারা। ফলে ক্লাস পরীক্ষা-বন্ধ থাকে। এর আগে ১৬ জুলাই প্রতি মাসে প্রত্যেকটি বিভাগে প্রতি কলেজে দুই দিন করে মোট ১৪ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস নেওয়াসহ মোট পাঁচটি দাবি সাড়ে তিন ঘণ্টা নিউ মার্কেট মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় সাত কলেজের শিক্ষার্থীরা।