দাকোপে ডিকেএসপি’র উদ্যোগে ‘গোল বৈঠাক’

0
886

আজিজুর রহমান, খুলনাটাইমস :
খুলনার দাকোপ উপজেলার বাজুয়া এসএন কলেজের সম্মেলনকক্ষে ডিকেএসপি’র উদ্যোগে ‘গোল বৈঠাক’ হয়।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে দাকোপ-খুলনা শিক্ষা পরিবারের (ডিকেএসপি) দ্বিতীয় গোল বৈঠাকে অংশ নেন উপজেলার নানা শ্রেণিপেশার মানুষ। ডিকেএসপির সভাপতি সহকারি অধ্যাপক হেমন্ত কুমার বৈদ্যের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক প্রদ্বীপ কুমার রায়, প্রভাষক মনিকা রায়, শিক্ষক অনিমেষ মণ্ডল, শেখ যুবরাজ, সংগঠনের সদস্য মামুন হাওলাদার, সোহাগ রায়, সবুজ রায়, শুভ মণ্ডল, আপন, বাঁধন সরকার, প্রদ্বীপ, নবদ্বীপ, নিবেদন রায়, বিশ্বজিৎ, কিঙ্কর, জুয়েলসহ পাশ্ববর্তী বিভিন্ন গ্রামের অনেক সচেতন ব্যক্তি।

এ সময় সকলে মিলে কিভাবে এ সংগঠনটি সমাজের জন্য সাড়া জাগানো যায়, সেভাবেই কিছু ক্যাম্পেইনসহ ভবিষ্যতে সংগঠনকে আরও বেশি কার্যকর করার বিষয়ে আলোচনা করেন। বৈঠকে বক্তারা সমাজের সকল শ্রেণির সচেতন মানুষকে ওই সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আহবান জানান এবং সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সংগঠন সুত্রে জানা যায়, ডিকেএসপি’র সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রম অনলাইনে রেজিষ্ট্রেশন চলছে। রেজিষ্ট্রেশনের জন্য www.dksp.org এই ঠিকানায় ভিজিট করতে বলা হয়।