গর্ভপাতবিরোধী নতুন আইনের নিন্দা জানালেন বাইডেন

0
142

টাইমস ডেস্ক বিদেশ : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গর্ভপাতবিরোধী নতুন আইনের নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছয় সপ্তাহের বেশি গর্ভধারণের ক্ষেত্রে গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে আইনটিতে। রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, এই আইন চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। তার সরকার নারীদের সাংবিধানিক অধিকার রক্ষায় কাজ করে যাবেন তবে কোন পদ্ধতি গ্রহণ করা হবে তা পরিষ্কার করে বলা হয়নি বলেও রয়টার্সের এই প্রতিবেদনে উল্লেখ করা হয়। এসময় তিনি আরও বলেন, এই আইন স্বাস্থ্যসেবা নিতে ইচ্ছুক নারীদের উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করবে। এদিকে দেশটির সুপ্রিম কোর্ট টেক্সাসের নতুন আইনকে বাধা দিতে অস্বীকার করেছেন। আদালতের সর্বশেষ কর্মকাÐ নিয়ে সুস্পষ্ট ব্যবস্থা গ্রহণের জন্য চিকিৎসক ও নারী অধিকার গোষ্ঠীগুলোকে তলব করা হয়েছে। তবে এ বিষয়ে মাকির্ন প্রেসিডেন্ট জো বাইডেন কী পদক্ষেপ নিতে পারেন তা নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি।