খেলাধুলার মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সম্ভব: সালাম মূর্শেদী এমপি

0
193

খবর বিজ্ঞপ্তি:
খুলনা-৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, ফুটবল হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা। ফুটবল খেলার মাধ্যমে সঠিক যোগ্যতা অর্জন করতে পারলে, মানুষের মনে বিনোদনের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সম্ভব। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা শেখ হাসিনা ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী। এ কারনে বর্তমান সময়ে অন্য যে কোন সময়ের থেকে ক্রীড়াঙ্গনে অর্থনৈতিক বাজেট দ্বি-গুনের বেশি। এখন সময় এসেছে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর। তিনি আরো বলেন, খেলাখুলার চর্চা না থাকায় কিশোর কিশোরীরা মাদক সেবনের দিকে ঝুকে যাচ্ছে। এ জন্য মাদক মুক্ত সুখী, সমৃদ্ধ সোনার বাংলা গড়তে এবং যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে রাষ্ট্রীয় ভাবে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করতে হবে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বিভিও কনফারেন্সিং এর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ অনুর্দ্ধ (১৭) বালক ও বালিকা ফুটবল টুর্ণামেন্টর প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাও: মো: আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, সহকারী কমিশনার (ভূমি) খান মাসুম বিল্লাহ, সমাজসেবক খান আহমেদুল কবীর চাইনিজ। সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো: গোলাম মোস্তফার পরিচালনায় বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম, তথ্য কর্মকর্তা দিলশান আরা, আওয়ামীলীগ নেতা আ: মজিদ ফকির, আলহাজ¦ নজরুল ইসলাম, মোর্শেদুল আলম বাবু, ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর শেখ, বিনয় কৃষ্ণ হালদার, ফিফা রেফারী আব্দুর রহমান ঢালী, সাবেক জাতীয় দলের ফুটবলার শাহিনুর রহমান, প্রশান্ত কুমার দে, আ: হামিদ খান ভাসানী, কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান মারুফুল হক, প্রধান শিক্ষক মনিরুজ্জামান, কৃষ্ণ পদ রায়, প্রভাষক বাশির আহম্মেদ লালু, বাজার বনিক সমিতির সভাপতি জুলফিকার আলী, সাইফুল ইসলাম পাইক প্রমুখ।