খুলনা ৬ নং ওয়ার্ডের উপ নির্বাচনে বিএনপির প্রার্থী প্রিন্স বিজয়ী

0
492
শেখ মোঃ নাসির উদ্দিন, খুলনা টাইমসঃ
বৃহস্পতিবার (২৯ মার্চ) খুলনা সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের উপ নির্বাচন সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে প্রার্থী ছিলেন চারজন। ভোট গননা শেষে বিএনপি সমর্থিত প্রার্থী শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স ঠেলাগাড়ি প্রতিক নিয়ে ৪৬৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোঃ মিজানুর রহমান তরফদার ঘুড়ি প্রতিক নিয়ে পেয়েছেন ৩১৫২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী কাটা চামচ প্রতিক নিয়ে পেয়েছেন ৪৩৭ ভোট এবং বিএনপির আরেক প্রার্থী শেখ লুৎফর রহমান পেয়েছেন ২৩ ভোট।
উপ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৪১৪৬ জন তার মধ্যে ৮৩০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন। বিকালে ইসলামী আন্দোলনের প্রার্থী মোঃ তরিকুল ইসলাম কাবির অভিযোগ করে বলেন সকালে আমাদের কিছু পুলিং এজেন্টদের বের করে দিয়েছে, ব্যালট পেপারে আমার মার্কা কাটা চামচ অস্পষ্ট দেখা গেছে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিয়েও এর কোন সুরাহ হয়নি, বিকেলে আমার নির্বাচনী প্রধান এজেন্ট মোঃ আলফাত হোসেন লিটনকে কোন কারন ছাড়াই গ্রেপ্তার করে এবং ভোটদান থেকে বিরত রাখে তাৎক্ষণিক প্রতিবাদ করলে তাকে ছেড়ে দেয়া হয়। এসব ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়।