খুলনা ১ আসনে কি এবারও শেখ হাসিনা প্রার্থী হচ্ছেন ?

0
928

গোলাম মোস্তফা খান:

দাকোপ-বটিয়াঘাটা এই ২ উপজেলা নিয়ে খুলনা ১ আসন। এ আসনটি সারাজীবনই আওয়ামী লীগের। দলের প্রধান শেখ হাসিনা ৯৬ এর নির্বাচনে এ আসনে নির্বাচন করে জয়লাভ করে, এবারও শেখ হাসিনা এ আসনটিতে প্রার্থী হতে পারে এমন আলোচনা ২ উপজেলার হাজার হাজার মানুষের মুখে প্রতিদিন। খুলনা ১ আসনটিতে এবার শেষ পর্যন্ত কে আওয়ামীলীগের প্রার্থী হচ্ছেন তা নিয়ে গুজব ও গুনজনের আর শেষ নেই । কখনও শোনা যাচ্ছে এখানে নানা কোন্দল জোটের জটিলতার কারনে প্রার্থী হিসাবে দলের প্রধান শেখ হাসিনা আসছেন, কেউ বলছে সাবেক এমপি ননী গোপাল মন্ডল,কেউ বলছে নানা কারনে কোন পরিবর্তন হচ্ছে না আবারও পনচানন বিশ্বাসই থাকছেন আবার কেউ কেউ বলছেন না জোটের শুনীল শুভ রায় কে শেষ পর্যন্ত দেওয়া হচ্ছে খুলনা ১ আসন থেকে কারন জাপার প্রধান এরশাদ সাহেবের চাপ বা বড় দাবী এ আসন তাদের চাই চাই। আবার কেউ কেউ বলে শ্রীমন্ত অধিকারীও তদবিরে পিছিয়ে নেই পাইলেও সে এবার মনোনয়ন পাইতে পারেন তরুন প্রার্থী হিসাবে । এমনি সব আলোচনায় দাকোপ বটিয়াঘাটার মাঠ ঘাট চায়ের দোকান দিনরাত গরম । বেশ কিছুকাল যাবৎ দলের প্রধান শেখ হাসিনা আবারও আসছেন খুলনা ১ আসনে এমন সব জোর আলোচনা চললেও দলের একাধীক বিশ্বস্ত সূএে জানা গেছে শেষ পর্যন্ত শেখ হাসিনা আসার সম্ভাবনা কম । এমন খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর ২ উপজেলার ননী গোপালের সমর্থকরা বা গ্রুপ বলছে তাহলে ননী গোপাল মন্ডলই চুড়ান্ত অপরদিকে দাকোপ আওয়ামীলীগের সভাপতি ও দাকোপ উপজেলা চেয়ারম্যান আবুল হোসেনের সমর্থকরা বলছে শেখ হাসিনা না আসলে বর্তমান এমপি পনচানন বিশ্বাসই চুড়ান্ত এর বিকল্প হবে না , এ অবস্হায় আবার কেউ কেউ বলছে ওসব কোনটা ঠিক না মহাজোটের শুনীল শুভই শেষ পর্যন্ত খুলনা ১ এর মনোনয়ন পাচ্ছেন । তবে ২ উপজেলার একটি বড় অংশ বলছে শেখ যদি এ আসনে না আসে এবং জরিপ বা জনসমর্থন দেখে দল যদি নমিনেশন চুড়ান্ত করে তাহলে সাবেক এমপি ননী গোপাল মন্ডলই নমিনেশন পাবে এর ব্যাপতায় কিছু ঘটবে না । নানা কারনে এ আসনের সর্বএই ঘন্টায় ঘন্টায় প্রার্থী বদলের গুজব ছড়িয়ে পড়ছে আর মিষ্টি বিতরনের হিড়িক চলছে ।