সাতক্ষীরার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

0
165

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় “অ্যামেরিকেয়ারস্” এর সহযোগীতায় এবং বেসরকারী সংস্থা “আশার আলো” এর সার্বিক ব্যবস্থাপনায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার, নার্স, পরিবার পরিকল্পনা কর্মী সহ বিভিন্ন স্বাস্থ্য কর্মীদের মাঝে উক্ত সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন ও “আশার আলো” সংস্থার নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ উক্ত সুরক্ষা সরঞ্জাম উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল লতিফের নিকট হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, যুগ্ম-সম্পাদক মোমিনুর রহমান, ইউপি সদস্য আকবর আলী, আশার আলো সংস্থার হিসাবরক্ষক ফজলুল হক, প্রোগ্রাম অফিসার রবিউল ইসলাম প্রমুখ।
এর আগে, আশাশুনি, কালিগঞ্জ, শ্যামনগর ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ হাজার হ্যান্ড গ্লোবস, ৪ লক্ষ সার্জিক্যাল মাস্ক, ১হাজার টি লাইফবয় হ্যান্ডওয়াশ, ১হাজার টি লাইজল, ১হাজারটি হেক্সিসল প্রদান করেন সংস্থাটি। এছাড়া জেলার বাইরে লোহাগড়া, নড়াইল, বাঘারপাড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, দিঘোলিয়া, বরিশাল, উজিরপুর সহ বিভিন্ন উপজেলায় অক্সিজেন ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ চলমান আছে।