খুলনা লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

0
1325

খবর বিজ্ঞপ্তি:
লায়ন্স ক্লাব অব খুলনা’র আয়োজনে ‘অক্টোবর সার্ভিস উইকÑ২০১৯’ সেবা প্রদানমূলক কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ৯টা হতে কেডিএ এভিনিউস্থ লায়ন্স চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে দরিদ্র অসহায় মানুষদের বিনা খরচে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চোখের বিভিন্ন চিকিৎসা প্রদান করা হয়। সেবা ক্যাম্পের উদ্বোধন করেন জোন চেয়ারপার্সন লায়ন এড. এম এ আওয়াল রাজ। চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ ডাঃ অশোক কুমার দাস।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑখুলনা লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন এড. শামীমা সুলতানা শীলু, সেক্রেটারী লায়ন এড. কুদরত-ই-খুদা, হাসপাতালের ম্যানেজার মোঃ মেহেদী হাসান, টেকনিশিয়ান শচ্চীদানন্দ বিশ্বাস ও অন্যান্য কর্মচারীবৃন্দ। এখানে প্রায় ৮০ জন চক্ষু রোগীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা পদান করা হয়। যারে মধ্যে ৪৫ জন মহিলা ও শিশু এবং ৩৫ জন পুরুষ ছিলেন। ‘অক্টোবর সার্ভিস উইকÑ২০১৯’-এর ধারাবাহিকতায় আগামী সোমবার ৭ অক্টোবর ’১৯ সকাল ১০টায় কেডিএ এভিনিউস্থ লায়ন চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে ফ্রি রক্তদান ও রক্তের গ্রুপ পরীক্ষা করা হবে।