১১ অক্টোবর বিশ্ব ডিম দিবস পালনে খুলনা পোল্ট্রি সমিতির কর্মসূচি

0
647

খবর বিজ্ঞপ্তি:
আগামী ১১ অক্টোবর শুক্রবার বিশ্ব ডিম দিবস। দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে খুলনা জেলা ও বিভাগীয় পর্যায় ডিম দিবস পালনে বিপিআইএ-এর খুলনা বিভাগীয় কমিটি : খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির প্রস্তুতি সভা শনিবার বেলা ১১ টায় নগরীর ডাল মিল মোড়স্থ সংগঠনের কার্যালয়ে সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ’র সভাপতিত্বে ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় ১১ অক্টোবর সকালে বিপিআইসিসি ও খুলনা জেলা ও বিভাগীয় প্রাণিসম্পদের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভায় খুলনা পোল্ট্রি সমিতির অংশগ্রহণ, বিকেল ৪টায় সংগঠন কার্যালয়ে আলোচনা সভা, সন্ধ্যায় জাতিসংঘ পার্কের আড্ডাবাড়ির কবি, শিল্পী, গীতিকার, লেখক, সাহিত্যিক ও সুরকারদের সাথে ডিম দিবসের আড্ডা এবং অন্ধ, প্রতিবন্ধী ও দুঃস্থদের সিদ্ধ ডিম খাওয়ানোর কর্মসূচি গৃহিত হয়।
সমিতির সকল সদস্য, কর্মকর্তা, উপদেষ্টা ও খুলনাবাসীকে ডিম দিবসের শুভেচ্ছা ও স্ব-শরীরে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেনÑসমিতির সহ-সভাপতি সৈয়দ বেলাল হোসেন, মোঃ জাফর, শেখ রেজানুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মামুনুর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আরিফুর রহমান বাবু, হাফিজুর রহমান লিপু, তপন পাল, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, দপ্তর সম্পাদক শামসুল হক বাবুল, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোজাম্মেল হক, নির্বাহী সদস্য শাহ জাফর মাহমুদ মেহেতা, মোঃ ইনসান আলী, মাহাবুর রহমান মিঠু, জাকির হোসেন বাবুল, গোলাম সবুর মিয়া, শেখ আইনুল হক, প্রমুখ।