খুলনা মহানগর যুব ইউনিয়নের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

0
176

খবর বিজ্ঞপ্তি:
খুলনা মহানগর যুব ইউনিয়নের উদ্যোগে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি পালনে উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রোববার সন্ধ্যা ৬টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑবাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, মহানগর আহŸায়ক আফজাল হোসেন রাজু, যুগ্ম আহŸায়ক শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, সদস্য সচিব সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, জামসেদ হাসান জিকু, উজ্জ্বল বিশ্বাস, রামপ্রসাদ রায় প্রমুখ। সামগ্রী বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপের লক্ষণ দেখা দিচ্ছে বিধায় এখনই সবাইকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, শুধু আইন প্রয়োগ করে জনগণকে সচেতন করা যাবে না। আইন প্রয়োগের আগে শহরের পাড়া-মহল্লা, গ্রামে-গঞ্জে ব্যাপক প্রচার-প্রচারণাসহ করোনা সংক্রমণ রোধে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক, স্যানিটাইজারসহ স্বাস্থ্য সামগ্রী বিতরণ করতে হবে।