খুলনা মহানগর যুবলীগের জরুরী নির্দেশনা

0
631

খবর বিজ্ঞপ্তি:
বিনা অনুমতিতে ছবি ব্যবহার করে পোস্টার ও ব্যানার তৈরী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ব্যাপারে জরুরী নির্দেশনা দিয়েছে খুলনা মহানগর যুবলীগের নেতৃবৃন্দ। জরুরী নির্দেশনায় নেতৃবৃন্দ জানান, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেশ কয়েকদিন যাবত দেখা যাচ্ছে কিছু ব্যক্তি সংগঠনের নেতৃবৃন্দের অনুমতি ছাড়া তাদের ছবি দিয়ে ব্যানার ও পোস্টার করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন। যা সংগঠনের নিয়ম বহির্ভূত।
অতএব সকলের নিকট অনুগ্রহপূর্বক অনুরোধ জানানো যাচ্ছে যে, অনুমতি ছাড়া পবিত্র ঈদুল আজহা ও শোক দিবসের কোন প্যানা পোস্টারে নেতৃবৃন্দের ছবি ব্যবহার করবেন না। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার করবেন না। বিশেষ করে অবাঞ্ছিত কোন ব্যক্তি, বিতর্কিত কোন ব্যক্তি না জানিয়ে পোস্টার প্যানায় ছবি ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং খুলনা মহানগর যুবলীগের সকল পর্যায়ের নেতা কর্মীদের প্রতি অনুরোধ রইলো এমন কোন বিষয় আপনাদের নজরে আসলে সাথে সাথে আমাদের অবহিত করবেন। আদেশক্রমে খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন সহ নগর যুবলীগের সকল নেতৃবৃন্দ।