খুলনা মহানগরীতে র‌্যাবের ভ্রাম্যমান আদালত পরিচালনা

0
151

নিজস্ব প্রতিবেদক:
র‌্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল ও খুলনার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কেএমপি, খুলনার সদর থানাধীন বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের সচেতনতা উপেক্ষা করে জনসমাগম করায় মঙ্গলবার (২৯ জুন) বিকাল ৪ টা সাড়ে ৭টা পর্যন্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।

উক্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ২০১৮ সালের সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন এর ২৪(২), ২৫(২) এবং ১৮৬০ সালের দন্ডবিধি আইনের ১৮৮, ২৬৯ ধারা মোতাবেক ০৮ জনকে সর্বমোট ৪,৫০০/- (চার হাজার পাঁচশত) টাকা অর্থদন্ড প্রদান করে। অভিযুক্ত ব্যক্তিরা মোবাইল কোর্টের জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে। পরবর্তীতে ম্যাজিস্ট্রেট জরিমানায় আদায়কৃত ৪,৫০০/-(চার হাজার পাঁচশত) টাকা সরকারি কোষাগারে জমা করে। যাহার মোবাইল কোর্ট মামলা নং-১৪১/২১,১৪২/২১,১৪৩/২১, ১৪৪/২১, ১৪৫/২১,১৪৬/২১,১৪৭/২১ এবং ১৪৮/২১ তারিখ- ২৯/০৬/২০২১ খ্রিঃ ।

খুলনা টাইমস/এমআইআর