খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভা

0
360

খবর বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সভাপতি কাজী মো: সরোয়ার হোসেনের সভাপতিত্ব করেন।
সভায় ইউনিয়নের কার্যকরী সভাপতি মো: হালিম হাওলাদার, সাধারণ সম্পাদক আব্দুর রহিম বকস্ দুদু, যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কার্যনির্বাহী কমিটির সভায় নির্বাহী কমিটির সহ-সভাপতি আবুল হোসেন কার্ফুর বিরুদ্ধে দৌলতপুর রেলগেটস্থ জয়েন্ট ট্রান্সপোর্টের অর্থ আত্মসাতের দায়ে গত ১৬ অক্টোবর কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাকে সাময়িক কার্যক্রম থেকে স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। তাকে সাত দিনের মধ্যে উপযুক্ত কারণ দর্শানোর জবাব দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ডাকযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়।
কারণ দর্শানোর জবাবে কোন যুক্তিযুক্ত জবাব না দেয়া, ফুলতলা শিকির হাটে সরকারের সাধারণ ক্ষমায় অস্ত্র জমা দেয়া সন্ত্রসীদেরকে নিয়ে খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বৈঠক করা, ইউনিয়নের ফুলতলা ইউনিটের নেতৃবৃন্দকে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে আবুল হোসেন কার্ফুর বিরুদ্ধে।