খুলনা জেলা সৈনিকলীগের বটিয়াঘাটা, পাইকগাছা, কয়রা এবং দাকোপের কমিটি বিলুপ্ত

0
280

খবর বিজ্ঞপ্তি:
বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা জেলা শাখার বিশেষ বর্ধিত সভায় মেয়াদ উর্ত্তীণ হওয়ায় বটিয়াঘাটা, পাইকগাছা, কয়রা ও দাকোপ উপজেলার কমিটি বিলুপ্ত করা হয়েছে। এছাড়া জেলা কমিটি নিষ্কৃয় নেতাদের অব্যহতি প্রদান করে কো-অপট সদস্য অন্তর্ভূক্ত করা হয়েছে। খুলনা জেলা ও মহানগর আ’লীগ কার্যালয়ে শনিবার দুপুরে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা জেলা শাখার সভাপতি, সাবেক ছাত্রলীগনেতা এসএম ফরিদ রানা। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক এ্যাডঃ নিমাই চন্দ্র রায়। জেলা সৈনিকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের পরিচালনায় বক্তব্য রাখেন মনোজ কান্তি বাছাড়, অলিউর রহমান, সেলিনা ইসলাম, গাজী আব্দুল হক, খুরশীদ আলম মোড়ল, আরাফাত হোসেন, শাহানাজ আক্তার মায়া, মোঃ মিল্টন শেখ, এসএম সোহেল রানা, রুহুল আমিন পাশা, উত্তম মন্ডল, তহিদুল ইসলাম, প্রকাশ চন্দ্র মন্ডল প্রমূখ।
সভায় জেলা কমিটির সহ-সভাপতি রাফেল হোসেন বাবু অন্য সংগঠনে যাওয়ায় তাকে অব্যহতি দিয়ে তদস্থলে গাজী আব্দুল হককে, যুগ্ম সম্পাদক রনি কুন্ডু চাকুরিতে যাওয়ায় তাকে অব্যহতি দিয়ে সাবেক ছাত্রনেতা জিল্লুর রহমান আকুঞ্জীকে স্থলাসিভিক্ত করা হয়, দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান বিশ্বাস নিষ্কৃয় থাকায় অব্যহতি দিয়ে সাবেক ছাত্রনেতা আল-মাহমুদ প্রিন্সকে তদস্থলে, সদস্য দিপায়ন রায়, প্রভাতী মন্ডল, শফিকুল ইসলাম ছোটন, ইবাদুল মির্জা, ডাঃ মনোজ কান্তি মন্ডল এবং আবুল কালাম নিষ্কৃয় হওয়ায় তাদেরকে অব্যহতি প্রদান করা হয়। তদস্থলে এসএম শরিফুল ইসলাম বনি, রিতা রানী দাস, সাহিদা আক্তার নিপা, বিশ্বনাথ মন্ডল, এম আর রাহুল মিত্র ও উজ্জ্বল কুমার খাঁ কৃষ্ণকে কো-অপট সদস্য করা হয়। এছাড়া কতিপয় সদস্যদের কারণ দর্শাণো নোটিশ প্রদানের এবং বিলুপ্ত চার উপজেলায় আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে আলোচনা করে দ্রুত কমিটি দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।