খুলনা জেলা যুব ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শুক্রবার

0
277

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে যুব ইউনিয়নের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি সফল করার লক্ষ্যে সংগঠনের জেলা কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের জরুরী সভা বুধবার সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক, জেলা কমিটির সদস্য আফজাল হোসেন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার। বক্তৃতা করেন জেলা সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এড. নিত্যানন্দ ঢালী, সাধারণ সম্পাদক জয়ন্ত মুখার্জী, যুবনেতা শেখ মোঃ আব্দুল হালিম, এড. আরিফা খাতুন, ধীমান বিশ্বাস, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, উজ্বল পাল প্রমুখ।
সভায় জানানো হয় আগামী ১৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দিনব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করবেন যুব ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক খান আসাদুজ্জামান মাসুম। বিষয়ভিত্তিক আলোচনা করবেন সিপিবি’র খুলনা জেলা সভাপতি ও কেন্দ্রীয় সদস্য ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ। সম্মানিত অতিথি থাকবেন সিপিবি’র খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সম্মিলিত নাগরিক পরিষদ খুলনার আহŸায়ক এড. কুদরত-ই-খুদা, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা প্রফেসর ড. মনিরুল ইসলাম (রিপন), সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি, খুলনা জেলা শাখার আহŸায়ক এস এম শাহনওয়াজ আলী। প্রধান বক্তা থাকবেন যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য, অভিনয় শিল্পী সুমনা সোমা। বক্তা থাকবেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার। সভাপতিত্ব করবেন সংগঠনের জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।