খুলনা জেলা যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ’র শোক সভা অনুষ্ঠিত

0
206

খবর বিজ্ঞপ্তি:
বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ খুলনা জেলা শাখার আয়োজনে বুধবার বিকাল ৫টায় নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে প্রয়াত শিল্পীদের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা জেলা শাখার সভাপতি স. ম. গোলাম মোস্তফা। প্রয়াত যাত্রা শিল্পী রিক্তা সুলতানা, মিরা মমতাজ, পরিমল কুমার রায়, কেরামত আলী খোকন, বিশিষ্ট যাত্রা সংগঠক অজয় কুমার সরকারের সহধর্মীনী পদ্ম রানীর স্মরণে এ শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ খুলনা জেলা শাখার প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মুন্না। সভা পরিচালনা করেন যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ খুলনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মেহেদী ইনছার। শোক সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন ময়ুরী নাট্য সংগঠনের সভাপতি ও যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ খুলনা জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক এ্যাড. লিয়াকত আলী, জেলা শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর আকন, সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ খাঁ, সাধারণ সম্পাদক জলিল হোসেন বাবু ও সংগঠনের উপদেষ্টা মন্ডলী সদস্য মোঃ জামাল উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ খুলনা জেলা শাখার যুগ্ম সম্পাদক সমীর কুমার সরকার, যুগ্ম সম্পাদক রতন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক এম এ লতিফ, কোষাধ্যক্ষ প্রশান্ত কুমার মন্ডল, সহ-সাধারণ সম্পাদক মোঃ হাবীব রায়হান, সাংস্কৃতিক সম্পাদক মোঃ রেজাউল করিম, যাত্রা শিল্পী বুলবুল আহমেদ, দিনেশ পাত্র, বেলাল হোসেন, আব্দুল কুদ্দুস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, যাত্রা শিল্পী কলাকুশলীরা অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছে। অথচ সরকারের পক্ষ থেকে তারা তেমন কোন সাহায্য সহযোগিতা পাচ্ছে না। এ জন্য বক্তারা সরকারের সুদৃষ্টি কামনা করেন। সভায় বক্তারা আসন্ন দুর্গা পূজা উপলক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে যাত্রা অনুষ্ঠানের অনুমোদন প্রদানের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।