খুলনা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে ডুমুরিয়ায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

0
879

নিজস্ব প্রতিবেদক, খুলনাটাইমস:
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) ডুমুরিয়া উপজেলার যুব সংঘ মাঠে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্কুল ভিত্তিক মাদক বিরোধী ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।   দুপুর ৩টায় অনুষ্ঠিত খেলায় অংশ গ্রহণ করে বান্দা মাধ্যমিক  বিদ্যালয় বনাম হাজীডাঙ্গা খলসী সাজিয়াড়া এ,কে মাধ্যমিক বিদ্যালয়। ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল, এই শ্লোগানকে সামনে রেখে ‘মাদকের বিরুদ্ধে ফুটবল” ডিএনসি কাপ-২০১৭ ফুটবল টুর্ণামেন্ট পর্যায়ক্রমে খুলনার ডুমুরিয়া উপজেলায় খেলা অনুষ্ঠিত হয়।
সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া  উপজেলা চেয়ারম্যান মোঃ খান আলী মনসুর । এ সময় বিশেষ অতিথি ছিলেন শিরিনা দৌলত, ডুমুরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন। ডুমুরিয়া উপজেলা  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীস কুমার বিশ্বাস খেলায় উপস্থিত ছিলেন।   মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ‘খ’ সার্কেলের পরিদর্শক মোঃ সাইফুর রহমান উপস্থিত ছিলেন।  খেলায় বান্দা মাধ্যমিক বিদ্যালয় ২-১ গোলে হাজীডাঙ্গা খলসী সাজিয়াড়া এ,কে মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চুড়ান্ত পর্বে উন্নীত হয়। খেলা পরিচালনা করেন শেখ জামিল আক্তার, পল্লব দত্ত, মিলন শেখ, প্রিন্স তরফদার। ধারাভাষ্যকর হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আমজাদ হোসেন।
খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মোঃ খান আলী মনসুর বিজয়ীদের মধ্যে সেরা খেলোয়াড়কে ক্রেস্ট ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দেন। এর আগে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ খান আলী মনসুর দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি হয়ে বল মেরে খেলা উদ্বোধন করেন এবং মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান।  মিডিয়া পার্টনার ছিল দৈনিক প্রবাহ, দৈনিক পূর্বাঞ্চল ও সময়ের খবর। খেলায় পৃষ্টপোষকতায় ছিল পাঞ্জেরী পাবলিকেশন।