কিশোর অপরাধ দমনে প্রশাসনকে অধিকতর উদ্যোগী হওয়ার আহ্বান নাগরিক সমাজের

0
310

খবর বিজ্ঞপ্তি: খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ বলেছেন, সারা দেশের ন্যায় খুলনা মহানগরীতেও কিশোর অপরাধ চরম আকার ধারণ করেছে। উঠতি বয়সের ছেলেরা বিশেষ করে স্কুল পড়–য়া শিক্ষার্থী এবং তাদের সমবয়সী ছেলেরা পাড়া-মহল্লায় দল বেঁধে আড্ডা মেরে অপরাধ কর্মকা-ে জড়িয়ে পড়ে। খুলনা নাগরিক সমাজের পক্ষ থেকে নিবীড় পর্যবেক্ষণে দেখা যায়, তাদের আড্ডার মূল আলোচ্য বিষয় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, প্রেম, নেশাজাতীয় দ্রব্য, অনলাইন ভিত্তিক নীল ছবি ইত্যাদি। প্রায়শই এদের মধ্যে ছোটখাটো মারামারি লেগেই থাকে। এরা দল বেঁধে চলাফেরা করা অবস্থায় প্রায় সকল স্তরের নারীরাই বিশেষ করে এদের সমবয়সী মেয়েরা ইভটিজিংয়ের শিকার হয়। অনেকেই এর মধ্য দিয়ে নেশাগ্রস্ত এমনকি মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। আরও লক্ষণীয় যে, কর্মজীবী দম্পতিদের সন্তানদের সংখ্যাই এদের মধ্যে বেশি। বস্তি এলাকায়ও এ গ্যাংয়ের প্রাদুর্ভাব কম নয়। বিশেষ করে আবাসিক এলাকার আশেপাশে গড়ে ওঠা চায়ের দোকান, স্কুল-কলেজের সামনে এদের আনাগোনা বেশি। পাড়ায় পাড়ায় গড়ে ওঠা কিশোর গ্যাংয়ের মধ্যে কুরুচিপূর্ণ আলাপের কারণে রাস্তায় চলাচলকারী মানুষ প্রতিনিয়তই বিব্রতকর অবস্থায় পড়ে। বিভিন্ন ধর্মীয় ও জাতীয় অনুষ্ঠান ধরে এরা মেতে ওঠে অবৈধ বিকট শব্দের পটকা ও তারা বাজিতে। মোবাইল এবং ফেসবুকে প্রেম করে ফুঁসলিয়ে অনেক সময় অনেক কিশোরীদের দল বেঁধে ধর্ষণ করে থাকে। যার অনেক ঘটনাই গণমাধ্যমে কিংবা আইনের আওতায় আসে না। এদের মধ্য থেকে সৃষ্টি হয় সন্ত্রাসী-চাঁদাবাজ-মাদক ব্যবসায়ী। চলমান এ কিশোর অপরাধ দমনে প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ না করলে এটি সামাজিক ব্যাধি হিসেবে মহামারী আকার আকার ধারণ করবে; যা কারোই কাম্য নয়। খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. আ ফ ম মহসীন এবং সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার এক বিবৃতিতে সন্ত্রাস ও মাদকমুক্ত মহানগরী তথা একটি শান্তিপূর্ণ সমাজ গড়তে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহকে এ ব্যাপারে বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং সাথে সাথে গণমাধ্যম, অভিভাবক ও নাগরিকদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।