খুলনা জেলা প্রশাসনের অভিযান : নগরীতে ১৮ জনকে জরিমানা

0
521

নিজস্ব প্রতিবেদক:
খুলনা মহানগরীর ফারাজীপাড়া, ডাক বাংলা মোড়, খালিশপুর, দৌলতপুর, বয়রা ও জিরোপয়েন্টসহ বিভিন্ন এলাকায় টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করে ১৮ জন ব্যক্তিকে দÐবিধি, ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারায় মোট ৮,৭৫০ টাকা অর্থদÐ প্রদান করেছেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ। শুক্রবার সেনাবাহিনী, র‌্যাব-৬ ও আনসার সদস্যদের সহযোগিতায় পৃথক অভিযানে দন্ড প্রদান করা হয়।
জানা গেছে, উদ্ভূত করোনা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন’র নির্দেশনায় সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বিদেশ-ফেরত ব্যক্তিগণের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকল্পে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দীন, তাপসী রাবেয়া, মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল এবং মোঃ তাহমিদুল ইসলাম। করোনা সংকট মোকাবেলায় জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।