খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে ভারতীয় জাল নোট সহ গ্রেফতার-৩

0
451

নিজস্ব প্রতিবেদক:
খুলনা জেলার কয়রা থানা এলাকায় ভারতীয় জাল নোট সহ ৩ আসামীকে গ্রেফতার করেছে খুলনা জেলা ডিবি পুলিশ। এসময় তাদের নিকট থেকে ২ লক্ষ ৯৬ হাজার রুপি মূল্য মানের ভারতীয় জাল নোট উদ্ধার করা হয়। গত বুধবার বিকাল ৪টায় খুলনা জেলার কয়রা থানার আমাদি বাজারে এ অভিযান পরিচালনা করে আসামীদের আটক করা হয়। ধৃত আসামীরা হলেন কয়রা থানার ফতেকাটি গ্রামের সাফিয়া বেগম ও মোঃ আমিন উদ্দিনের পুত্র ১) সাইফুল ইসলাম (২২), সাতক্ষীরা জেলার আশাশুনি থানার কুড়িকাহুনিয়া গ্রামের মোছাঃ রেবেকা খাতুন ও রেজাউল করিমের পুত্র ২) মোঃ রমজান আলী (২৩) এবং একই ঠিকানার মোছাঃ জাহানারা বেগম ও হাবিবুর রহমান গাজির পুত্র ৩) মোঃ কাজল ইসলাম (৩৮)।
ডিবি সূত্রে জানাযায়, খুলনার পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ (বিপিএম) এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার এসএম. রাজু আহমেদ ‘‘এ’’ সার্কেল এর সার্বক্ষণিক তত্বাবধানে খুলনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান চক্র গ্রেফতার ও বিশেষ অভিযান পরিচালনাকালে কয়রা থানাধীন আমাদি বাজারে অবস্থানকালে গোপনসূত্রে জানতে পারেন যে, কয়রা থানাধীন নারায়নপুর গ্রামর জনৈক আসাফুর মোল্লার বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর কয়েকজন লোক ভারতীয় জাল রুপি নিজেদের দখলে রেখে খাটি বলে আদান প্রদান করতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে বুধবার বিকাল ৪টার অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ সাতক্ষীরা জেলার ভোমরা বর্ডার এলাকা থেকে ভারতীয় জাল রুপি সংগ্রহ করে খুলনা জেলার বিভিন্ন থানা এলাকায় বাংলাদেশী টাকার বিনিময়ে সরবরাহ সহ আদান প্রদান করে। উল্লেখ্য যে, আসামিদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ ভারতীয় জাল নোট হেফাজতে ও বাংলাদেশি টাকার বিনিময়ে খাটি বলে প্রতারণা করার জন্য এক বা একাধিক মামলা রয়েছে। এ সংক্রান্তে খুলনা জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ নাজমুল হক বাদী হয়ে কয়রা থানায় আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।