খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযান : রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের লোহার পাইপসহ গ্রেফতার ১

0
148

নিজস্ব প্রতিবেদক:
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে বটিয়াঘাটা থানা এলাকা হতে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২০ (বিশ) পিচ লোহার পাইপ, সর্বমোট ওজন-৩৫৭ কেজিসহ মোঃ আব্দুল্লাহ সরদার (৩০) নামের এক আসামী গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ।
জানা গেছে, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা’র সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই (নিঃ) শেখ ইমরুল করিম সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে দীর্ঘদিন ধরে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরি সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বটিয়াঘাটা থানাধীন গোপালখালী গ্রামের জনৈক শৈলেন রায়ের মুদি দোকানের পূর্ব পাশে নদীর পাড় হতে দাকোপ চুনকুড়ি (ওড়াবুনিয়াÑ নিবাসী মজিবর সরদারের ছেলে আসামী মোঃ আব্দুল্লাহ সরদার (৩০)’কে আটক করা হয়। আসামীর হেফাজত হতে ২০ পিচ লোহার পাইপ, সর্বমোট ওজন-৩৫৭ (তিনশত সাতান্ন) কেজি উদ্ধার হয়। এ সংক্রান্তে এসআই(নিঃ) শেখ ইমরুল করিম বাদী হয়ে বটিয়াঘাটা থানায় ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে পেনাল কোড আইনে মামলা দায়ের করেন।