খুলনায় প্রশাসনের আয়োজনে কর্মহীন মানুষের মাঝে কেসিসি মেয়রের খাদ্যদ্রব্য বিতরণ

0
536
কেসিসি মেয়রের খাদ্যদ্রব্য বিতরণ

খুলনা টাইমস্ প্রতিবেদক :

আজ (২৭ এপ্রিল) খুলনা জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’ এর মাধ্যমে করোনায় কর্মহীন মানুষের মাঝে কাঁচা শাক-সবজি, তরকারি এবং খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। এসব কাঁচা শাক-সবজি, তরি-তরকারি প্রান্তিক কৃষকদের নিকট থেকে ক্রয় করা হয়েছিল।

সামজিক দূরত্ব বজায় রেখে সবাই লাইনে দাড়িয়ে ছিল

এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্জ¦ তালুকদার আব্দুল খালেক এবং খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ হেলাল হোসেন। যে সকল কৃষক লকডাউনের কারণে বাজারে এসে তাদের পণ্য বিক্রয় করতে পারে না, তাদের কাছ থেকে বিভিন্ন প্রকার কাঁচা তরি-তরকারি পণ্য ক্রয় করা হয়।

খুলনা জেলা স্কুল মাঠে নিরাপদ সামজিক দূরত্ব বজায় রেখে কাঁচা শাক-সবজি ও খাদ্যদ্রব্য বিতরণকালে আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান জনাব শেখ হারুনুর রশীদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান। কৃষকদের জীবিকার সংস্থান এবং কৃষি অর্থনীতি সচল রাখতে খুলনা জেলা প্রশাসনের এমন উদ্যোগ আগামীতেও অব্যহত থকবে।

খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান জনাব শেখ হারুনুর রশীদ কৃষকদের মাঝে খাদ্যসামগ্রী দেওয়ার সময়