খুলনায় “গাড়ি মুক্ত শহর জোট” এর যাত্রা শুরু

0
530

বিজ্ঞপ্তি: সময় বাঁচাই দূষন কমাই, ব্যক্তিগত যাত্রিক যান পরিহার করি, যানজট মুক্ত দেশ গড়ি এই প্রতিপাদ্য নিয়ে মানব বন্ধন, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে “গাড়ি মুক্ত শহর জোট” আজ একযোগে সারা বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। কার ফ্রি সিটি এলায়েন্স,সিয়াম,রুপসা,হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন খুলনা মহানগর সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের যৌথ উদ্দ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে শনিবার সকালে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ব্যক্তিগত গাড়ির ব্যবহার বৃদ্ধিতে জ্বালানী নির্ভরতা ও পরিবেশ দূষণ বৃদ্ধি পায়। বর্তমানে ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় শহরে ব্যাক্তিগত গাড়ির সংখ্যা বেড়েই চলেছে। আর সমসংখ্যক যাত্রী পরিবহনের জন্য গণপরিবহনের পরিবর্তে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের ফলে সড়কে বেশি জায়গা প্রয়োজন হয়, যা যানজট সৃষ্টি করে। এছাড়াও বায়ু দূষণ, শব্দ দূষণ, সময় অপচয়, খেলার জায়গা সংকট এবংসড়ক দূর্ঘটনা বেড়েই চলেছে। অথচ গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন ও ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণে আনার মাধ্যমে পরিবেশ,স্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব। আমাদেরশহওে যান্ত্রিক যানের গতি সাইকেলের গতির চেয়ে এবং কোন কোন ক্ষেত্রে হাটার গতির চেয়ে কম। এভাবে চলতে থাকলে ২০২৫ সাল নাগাদ যানবাহনের গড় গতি দাড়াবে ঘন্টায় ৪ কি.মি.। এই যদি হয় আমাদের জনজীবন,তাহলে আমাদের ভবিষৎ প্রজন্মকে আমরা কি দিয়ে যাব? আমরা চাই তাদের জন্য যান্ত্রিক যানমুক্ত স্বপ্নের শহর রেখে যেতে যেখানে শিশুদের হাসি ও পাখিদের কলকাকলি শোনা যাবে। তাই অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আজ একযোগে কার ফ্রি সিটি এলায়েন্স আত্ম প্রকাশ করেছে। আসুন সকলে মিলে গাড়িমুক্ত আন্দোলনে যুক্ত হই।উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাংবাদিক মহেন্দ্রনাথ সেন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট কুদরত- ই- খুদা সাধারন সম্পাদক সুজন, হিরম্ময় মন্ডল নির্বাহী পরিচালক রুপসা, এডভোকেট বাবুল হাওলাদার সদস্য সচিব খুলনা নাগরিক সমাজ, এস এম জি নেওয়াজ সমন্য়কারী সিয়াম ও সাগঠিক সম্পাদক হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন খুলনা মহানগর, আফজাল হোসেন রাজু যুগ্ম মহাসচিব বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, শাহ্ ওয়াহিদুর জামান জাহাঙ্গীর। এছাড়া উক্ত মানববন্ধ কর্মসূচিতে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাওন ভূঁইয়া দপ্তর সম্পাদক হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন খুলনা মহানগর, মোয়ম্মের আব্দুল্লা নির্বাহী সদস্য হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন খুলনা মহানগর, সুদীপ কুন্ডু ইয়েস সদস্য সচেতন নাগরিক কমিটি খুলনা। মানববন্ধ কর্মসূচিটি সঞ্চালনা করে এস এম ইকবাল হোসেন বিপ্লব সাধারন সম্পাদক নিরাপদ সড়ক চাই খুলনা ।