খুলনায় আ’লীগ অফিসে বিস্ফোরণের দায় স্বীকার আইএসের, তদন্তে একাধিক টিম

0
332

নিজস্ব প্রতিনিধি:
খুলনা মহানগরীর খানজাহান আলী থানা এলাকার ‘শিরোমণি আওয়ামী লীগ কার্যালয়’ বোমা বিস্ফোরণের ঘটনায় দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বিশ্বব্যাপী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রম প্রচারকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স সোমবার রাতে এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ‘দেশের তৃতীয় বৃহত্তম শহর খুলনায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে আইএস, যা চলতি বছরে আইএসের ষষ্ঠ হামলা এবং ঢাকার বাইরে প্রথম আক্রমণ।’
সোমবার সন্ধ্যার পর খুলনা মহানগরীর ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে আসবাবপত্রের ক্ষতি হয়েছে। বিস্ফোরণের পর পরই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
এদিকে বিস্ফোরণের ঘটনার তদন্তে একাধিক টিম মাঠে কাজ রয়েছে। অ্যান্টি টেরারিজম ইউনিট ও কাউন্টার টেরোরিজম ইউনিটসহ বেশ কয়েকটি গোয়েন্দা দল তদন্ত শুরু করেছে। গতকাল মঙ্গলবার ঢাকা থেকে খুলনায় এসে সকাল থেকেই গোয়েন্দা ইউনিটের সদস্যরা বিস্ফোরিত আলামতসহ ঘটনার সার্বিক বিষয় পর্যবেক্ষণ করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবির জানিয়েছেন, ‘আইএস দায় স্বীকার করেছে কিনা তা তিনি জানেন না। তবে এ বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন।’
কেএমপির মুখপাত্র মনিরুজ্জামান মিঠু বলেন, ‘ককটেল বিস্ফোরণের বিষয়টি পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি সার্বিকভাবে মনিটরিং করছেন।’
উল্লেখ্য, সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর শিরোমনিতে আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল বিস্ফারণ ঘটে। এতে কার্যালয়ের মধ্য থাকা চেয়ার, টেবিল ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনও লোকজন আহত হওয়ার ঘটনা ঘটেনি।