খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

0
311

তথ্য বিবরণী:
‘বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’ এই স্লোগানকে সামনে রেখে রবিবার খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন।
প্রধান অতিথি বলেন, সরকার শতভাগ সাক্ষরতার হার নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শিক্ষাকে একটি বিনিয়োগ হিসেবে ঘোষণা করেছেন। বিদ্যালয়ে শতভাগ ভর্তি নিশ্চিত করতে বিনামূল্যে বই বিতরণ, শিক্ষা উপবৃত্তি প্রদান করা হচ্ছে। এসডিজি-৪ (অন্তভূর্ক্তিমূলক ও সার্বজনিন মানসম্মত শিক্ষা) অর্জনে সরকার শিক্ষাখাতে বরাদ্দ উল্লেখযোগ্য পরিমানে বাড়িয়েছে।
প্রধান অতিথি আরো বলেন, দেশে সামগ্রিক শিক্ষার হার ৭৩ শতাংশ হলেও খুলনাতে ৬০ শতাংশ। স্কুল পর্যায়ে ভর্তির হার ৯৮ শতাংশ হলেও সারাদেশে সাড়ে তিন কোটি মানুষ এখনও সাক্ষরতার বাইরে। এর মূল কারণ অনেকে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে রয়ে গেছে। তাঁদের সাক্ষরতা নিশ্চিত করতে সরকার উপ-আনুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের বক্তৃতা করেন জেলা শিক্ষা অফিসার খন্দকার রুহুল আমীন, উপ-আনুষ্ঠানিক শিক্ষার সহকারী পরিচালক হিরামন কুমার বিশ^াস, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, আশ্রয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মমতাজ খাতুন প্রমুখ। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর শহিদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।