খুমেকে আইএমসিআই-পুষ্টি কর্ণার উদ্ধোধন

0
283

নিজস্ব প্রতিবেদক:
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে শিশু বহির্বিভাগে ইউনিসেফ এর কারিগরি সহযোগিতায় আইএমসিআই-পুষ্টি কর্ণার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় হাসপাতালের পরিচালক ডাঃ এটি এম মঞ্জুর মোর্শেদ ও সহকারি পরিচালক ডাঃ মো: আতিয়ার রহমান শেখ, শিশু বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ডাঃ মোঃ শওকত আলী, শিশু বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মনোজ কুমার মালাকার, ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধাক আসমাতুন্নেছা এবং ইউসেফ খুলনা ফিল্ড অফিসের প্রধান আড্ডিস চেন। উদ্বোধনে হাসপাতালের পরিচালক ডাঃ এটি এম মঞ্জুর মোর্শেদ বলেন, ৫ বছরের কম বয়সী অনেক শিশুই সরাসরি এ হাসপাতালে সেবা নিতে আসে। কিন্তু তাদের পুষ্টিকর বিষয়ক কোন সেবা দেয়ার ব্যবস্থা ছিলো না। শিশু বিভাগের ভারপ্রাপ্ত প্রধান এই পদক্ষেপকে সাধুবাদ জানান এবং এসডিজি অর্জনে খুমেকেহার এই নতুন পুষ্টি বিষয়ক কার্যক্রমটি উল্লেখযোগ্য ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সবশেষে ইউনিসেফ খুলনা ফিল্ড অফিসের প্রধান এই কর্ণারটি সংযুক্ত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থা পাশাপাশি পুষ্টি বিষয়ক সেবা ও পরামর্শ তাদের সুষ্ঠু শারিরীক এবং মানসিক বিকাশের মাধ্যমে ভবিষ্যতে মানব সম্পদ তৈরিতে সাহায্য করবে। এই উদ্যোগটি সফলতার সাথে শুরু করার জন্য খুমেকের পিএমটিসিটি টিম এবং ইউনিসেফ খুলনা ফিল্ড অফিসের জোনাল নিউট্রিশন অফিসার এবং ডিসট্রিক্ট নিউট্রিশন কো- অর্ডিনেটরের অক্লান্ত পরিশ্রমকে হাসপাতালের পরিচালক সাধুবাদ জানিয়েছেন। এই প্রচেষ্টায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতার কথা উল্লেখ করেন। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে শিশু বহির্বিভাগে ইউনিসেফ এর কারিগরি সহযোগিতায় আইএমসিআই-পুষ্টি কর্ণার উদ্বোধন করেন পরিচালক ডাঃ এটি এম মঞ্জুর মোর্শেদ।